আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা নাগাদ রাজধানীর পান্থপথ, ধানমন্ডি, গ্রিনরোড, কাওরান বাজার, শুক্রাবাদ, কলাবাগান এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে গত কয়েকদিনের তাপপ্রবাহ কমে এসেছে। মঙ্গলবার (২৯ এপিল) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।