শরতের পরিষ্কার আকাশ যেন তেঁতিয়ে দিয়েছে বাতাসকে। নিয়মিত বিরতিতে বৃষ্টি হলেও কিছুতেই কমছে না গরম। যার ফলে আজও ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। আর এতে স্বাভাবিকভাবেই কমে আসতে পারে গরম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, সাধারণত বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে থাকেন আবহাওয়াবিদরা।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপপ্রবাহ অধিকাংশ জায়গায় কমতে পারে।
আবহাওয়ার অফিস জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে সক্রিয় প্রবল অবস্থায় আছে।