নতুন জীবনে ফুটবলাররা, কে কাকে বিয়ে করলেন
১৪ জুলাই ২০২৩, ০৯:৩৪আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৫:০৬
video
ইউরোপের তারকা ফুটবলারদের যেন বিয়ের ধুম লেগেছে। মৌসুমের ছুটিতে সংসার শুরু করেছেন বেশ কয়েকজন খেলোয়াড়। এ তালিকায় উল্লেখযোগ্য- লাওতারো মার্তিনেজ, বের্নার্দো সিলভা, থিবো কোর্তোয়া, দাভিদ দি হেয়া, আইভরি কোস্টের উইলফ্রিড জাহা, চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবলাগা, ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট, মিডফিল্ডার ব্রাডলি ডাক ও স্ট্রাইকার আন্দ্রে গ্রে। চলুন জেনে নেওয়া যাক ফুটবলারদের বিয়ে ও জীবনসঙ্গীদের টুকরো কথা।
ইউরোপের তারকা ফুটবলারদের যেন বিয়ের ধুম লেগেছে। মৌসুমের ছুটিতে সংসার শুরু করেছেন বেশ কয়েকজন খেলোয়াড়। এ তালিকায় উল্লেখযোগ্য- লাওতারো মার্তিনেজ, বের্নার্দো সিলভা, থিবো কোর্তোয়া, দাভিদ দি হেয়া, আইভরি কোস্টের উইলফ্রিড জাহা, চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবলাগা, ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট, মিডফিল্ডার ব্রাডলি ডাক ও স্ট্রাইকার আন্দ্রে গ্রে। চলুন জেনে নেওয়া যাক ফুটবলারদের বিয়ে ও জীবনসঙ্গীদের টুকরো কথা।
/জেএইচ/