সালমান ফজলুর রহমান হলেন একজন বাংলাদেশি শিল্পপতি, বর্তমান জাতীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে চীনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশনায় বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছিলো বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের নাম। সেসময় তিনি ১৩০ কোটি ডলারের মালিক ছিলেন । এছাড়াও তিনি শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সালমান এফ রহমানের পূর্ণ জীবনী পড়ুন উইকিপিডিয়াতে।