ঘুড়ি সাধারণত কাগজ, সিল্কের কাপড় ও অন্য কোনো পাতলা জিনিস দিয়ে তৈরি সমদ্বিবাহু আকৃতির আকাশে উড়ানোর একটি খেলনা। এটি অর্ধবৃত্তাকার কাঠামোর উপর তৈরি করা হয় এবং উড়ার সময় যাতে ভারসাম্য থাকে সে জন্য এতে একটি লেজ জুড়ে দেওয়া হয়। ঘুড়ির এক পিঠ সমতল, এর লেজ ভারসাম্য রক্ষা ছাড়াও ঘুড়িকে নিয়ন্ত্রিত এবং স্থিরভাবে উড়তে সহায়তা করে। ঘুড়ির সাহায্যে মানুষ আকাশে উড়তে সক্ষম। এটি অযান্ত্রিক আকাশযান হিসেবেও ব্যবহূত হতে পারে। ধারণা করা হয় যে, আলেকজান্ডার উইলসন স্কটল্যান্ডে প্রথম আবহাওয়াবিদ্যা বিষয়ক তথ্য জানতে ঘুড়ি ব্যবহার করেন। ১৭৪৯ সালে তিনি ঘুড়ির সঙ্গে থার্মোমিটার বেঁধে আকাশে উড়িয়ে দেন। ১৭৫২ সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিজলি ও বজ্রপাত বিষয়ক গবেষণার জন্য ঘুড়ি ব্যবহার করেন। ১৮৯৩ সালে লরেন্স হারগ্রেভ নামে একজন অস্ট্রেলিয়ান বক্স ঘুড়ি আবিষ্কার করেন এবং তা আবহাওয়াবিদ্যা ও বায়ুগতিবিদ্যা অধ্যয়নে সফলভাবে ব্যবহার করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল উড়োজাহাজ নির্মাণের সমস্যা পরীক্ষা করতে গিয়ে চতুর্ভুজাকৃতির ঘুড়ি ব্যবহার করেন।