দেশের বাজারে সেরা ও নির্ভরযোগ্য আইসিটি সলিউশন প্রদানের জন্য আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (লোকাল মার্কেট) পুরস্কার জিতেছে ডিভাইন আইটি লিমিটেড।
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকার জন্য ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড’র অষ্টম আসরের বিজয়ীদের হাতে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ইকবাল আহমেদ ফখরুল হাসান এই পুরস্কার গ্রহণ করেন।
ডিভাইন আইটির প্রিজম ইআরপি বাংলাদেশের প্রথম ইআরপি সফটওয়্যার যা ৩৫ টিরও বেশি ধরনের ব্যবসা খাতকে ব্যবস্থাপনা ও অটোমেশন সেবা দিতে সক্ষম হয়েছে। ডিভাইন আইটি লিমিটেড আইটি খাতে অবদানের জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ডস ২০১৫, ২০১৮ ও অ্যাপিকটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ২০১৭ ও উইটসা অ্যাওয়ার্ডস ২০২০ অর্জন করেছে। -বিজ্ঞপ্তি
/এইচএএইচ/