X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২
সফটএক্সপো

তরুণ সফটওয়্যার ডেভেলপাররা পেলেন দিক-নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৭

প্রযুক্তি সেবার প্রাণ বলা যায় ডেভেলপারদের। তারা সেবাগুলোকে সচল রাখতে, সেগুলো উন্নত করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুল হবে এবং সেটা থেকে আরও শিক্ষা নিয়ে নিজেদের উন্নত করার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ডেভেলপার সম্মেলনে এমন বিভিন্ন দিক তুলে তুলে আলোচক ও অংশগ্রহণকারীরা।  

দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস সফটএক্সপোর আয়োজনে ডেভেলপার সম্মেলনে এসব আলোচনা করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক্সপোর তৃতীয় দিনে বিগ শো হিসেবে এই ডেভেলপার কনফারেন্স অনুষ্ঠিত হয়। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দেশের তরুণ সফটওয়্যার ডেভেলপারদের অনুপ্রাণিত করতে এবং তাদের কাজ করার সময় যেসব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করছে, সেগুলো নিয়ে সম্মেলনটিতে আলোচনা হয়। তরুণ ডেভেলপারদের বিভিন্ন  দিক-নির্দেশনা দেন দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠানের সফল প্রোগ্রামার ও সফটওয়্যার প্রফেশনালরা।

তরুণ ডেভেলপারদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন লার্ন উইথ সুমিথ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুমিত সাহা। বক্তব্যে নিজের ডেভেলপার হয়ে ওঠার বিভিন্ন চড়াই-উৎরাই পেরোনোর কথা তুলে ধরেন। একজন তরুণ ডেভেলপার কিভাবে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, কী পদ্ধতিতে ডেভেলপ করবে, কোনও ল্যাঙ্গুয়েজ, টুলস ব্যবহার করবে— এসব বিষয় তিনি উপস্থাপন করেন।

সেমিনারে তরুণ ডেভেলপারদের উদ্দেশে অনুপ্রেরণামূলক কথা বলেন ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইকবাল আহমেদ ফকরুল হাসান রাসেল।

সফটএক্সপোতে ই-ট্র্যাকার সলিউশন

মেলায় ই-ট্র্যাকার সলিউশন চারটি আইটি সেবা প্রদর্শন করছে। সেলস ফোর্স এবং সেলস অর্ডার ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন, পোল্ট্রি প্রো. পোল্ট্রি শিল্পের সব কার্যক্রমের পাশাপাশি ভ্যাকসিন সিডিউল মেইনটেন এবং এফসিআর, লেয়ার লাইফ সাইকেল, ব্রয়লার লাইফ সাইকেলসহ স্পেশালাইজড সব প্রতিবেদন একটি মোবাইল অ্যাপ থেকে পাওয়া।

সুপারকাপ: কাস্টমার/ইনফ্লুয়েনসারকে কোম্পানির প্রতি অনুগত রাখা, দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন, কোম্পানির ব্র্যান্ডিং, প্রমোশনাল অফার ইত্যাদি কার্যক্রম পরিচালনা। এইচআর টেলিসকোপ: কমপ্লিট এইচআর সলিউশন।

ইন্সটলেশন খরচের ওপর ৫০ শতাংশ মূল্যছাড়, ওয়ান টাইম সেল’র ক্ষেত্রে ২৫ শতাংশ মূল্যছাড় এবং প্রথম মাস ফ্রি ইউজের মতো চমৎকার সব অফার আকর্ষণের ক্ষেত্রে বাড়তি মাত্রা যোগ করেছে।

এ বিষয়ে ই-ট্র্যাকার সলিউশনের কর্ণধার সাখাওয়াত রনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের বিজনেস ইন্ডাস্ট্রি উদ্ভাবনী প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হোক, আইটি সেবা গ্রহণ করে কাজগুলো সহজ করার পাশাপাশি ব্যবসায়ে সাফল্য বয়ে নিয়ে আসুক।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
অবিশ্বাস্য ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের হেলিও ৯০ বাজারে
শনিবার ইন্টারনেট সেবা ৪ ঘণ্টা বিঘ্ন হতে পারে
লেবানন বিস্ফোরণ: প্রযুক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সর্বশেষ খবর
স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার
স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে যা বলছে ডিএমপি
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে যা বলছে ডিএমপি
দ্য আর্ট অব ফিকশন : মারিও ভার্গাস ইয়োসা ।। পর্ব—৩
সাক্ষাৎকারদ্য আর্ট অব ফিকশন : মারিও ভার্গাস ইয়োসা ।। পর্ব—৩
আইপিএলে শচীনের রেকর্ড ভাঙলেন বেঙ্গালুরু অধিনায়ক 
আইপিএলে শচীনের রেকর্ড ভাঙলেন বেঙ্গালুরু অধিনায়ক 
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’