X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ক্রেতাশূন্য প্রযুক্তি পণ্যের বাজার, ঈদে জমে ওঠার আশা

হিটলার এ. হালিম
১৫ এপ্রিল ২০২২, ২০:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২০:৫৬

দেশের প্রযুক্তি পণ্যের বাজার দুটি ধারায় বিভক্ত। একটি কম্পিউটার, ল্যাপটপ ও একসেসরিজের, অন্যটি স্মার্টফোন এবং লাইফস্টাইল পণ্যের। দুটি পণ্যের বাজারই ক্রেতা খরায় ভুগছে। সাধারণত ঈদের আগে স্মার্টফোনের মার্কেট জমে উঠলেও এবার তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। অপরদিকে কম্পিউটার মার্কেটও বছরের শুরু থেকে রোজার সময় পর্যন্ত খারাপ যাচ্ছে। তবে গত কয়েক বছর ধরে ঈদের সময় জমে উঠলেও এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে। কোনও মার্কেটেই ক্রেতা নেই।

হার্ডওয়্যার মার্কেটের অবস্থা খুব খারাপ হলেও বেশি ভালো নেই স্মার্টফোনের মার্কেটও। কয়েকটি ব্র্যান্ড তাদের নির্দিষ্ট মডেলে ভালো করলেও সামগ্রিক বাজারে তা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

বাজার বিশ্লেষকরা বলছেন, চিপ সংকট, ডলারের দাম ও জাহাজের পরিবহন খরচ বৃদ্ধি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইত্যাদি কারণে দেশে প্রযুক্তি পণ্যের যথেষ্ট সরবরাহ নেই। স্মার্টফোন দেশে তৈরি হলেও তাতে ক্রেতাদের আগ্রহ নেই। ফলে মার্কেট জমছে না।  

গত সোমবার (১১ এপ্রিল) দুপুরে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্যের বাজার রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে গিয়ে ক্রেতার উপস্থিতি একেবারে কম দেখা গেছে। বেশিরভাগ কম্পিউটার শপগুলো ক্রেতা শূন্য। মার্কেটের নিচতলায় একজন ক্রেতা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলেন মো.নূরুদ্দিন। রাজধানীর নাখালপাড়া থেকে এসেছেন। একটি কোর-আই ফাইভ মানের ল্যাপটপ কিনতে চান। দাম বেশি হওয়ায় তার বাজেটে কুলোচ্ছে না বলে তিনি ঘোরাঘুরি  করছেন। উদ্দেশ্য, যদি কোথাও কম দামে পছন্দের ল্যাপটপটি মিলে যায়।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি (বিসিএস) সুব্রত সরকারের কাছে হার্ডওয়্যার পণ্যের মার্কেটের বিষয় জানতে চাইলে বলেন, ‘বিক্রি অনেক কমে গেছে। অন্যান্য বছর রোজার শুরুতে কমলেও ঈদের আগে  বাজার ভালো হয়। এবার শুরুতেই অন্যান্য সময়ের চেয়েও খারাপ যাচ্ছে।’ ভালো হওয়ার কোনও লক্ষণ দেখছেন না তিনি। প্রযুক্তি বাজার খারাপ হওয়ার পেছনে দেশে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি একটা কারণ বলে তিনি মনে করেন। ক্রেতারা হাতের টাকা খরচ করতে চাইছে না। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তারা আতঙ্কে রয়েছেন। অপরদিকে ডলারের মূল্য বৃদ্ধি, জাহাজ ভাড়া বেড়ে যাওয়া, চিপ সংকট দূর না হওয়া, ইত্যাদি কারণে এমনিতেই দেশে প্রযুক্তি পণ্যের যোগান কম। ফলে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশেও প্রযুক্তি পণ্যের দাম বেড়েছে। আপাতত সেই দাম কমারও কোনও লক্ষণ নেই বলে জানান।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে মিরপুর এক নম্বরের মার্কেটগুলো ঘুরে দেখা যায়— মোবাইল শপগুলোতে উছলে পড়ছে আলো। নানান কায়দায় সাজানো একটি ব্র্যান্ডের নানা মডেলের মোবাইল ফোন। কিন্তু ক্রেতা নেই। মিরপুর এক নম্বরের সালেমউদ্দিন ভবনের নিচতলায় অপো মোবাইল ব্র্যান্ডের শোরুমে ঢুকতেই দেখা গেলো— বিক্রয়কর্মীরা অলস সময় কাটাচ্ছেন। মোবাইলে গেম খেলছেন। এই প্রতিবেদককে দেখে একজন নারী বিক্রয়কর্মী জানতে চান, ‘কেমন মোবাইল পছন্দ’। পরিচয় দিতেই জানালেন, বিক্রির অবস্থা খুব খারাপ। কাস্টমারই নেই। তাদের নতুন একটি মডেল (এফ২১ প্রো) নিয়ে কিছুটা আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। দেখে-শুনে চলে যাচ্ছেন। দুই-একজন প্রি-বুকিংয়েরে বিষয়ে আগ্রহ দেখালেও ওই পর্যন্তই।

মোবাইল ফোনের বাজারের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সাধারণ সম্পাদক জাকারিয়া শাহীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মার্কেট এখনও জমেনি। ১৫ রোজার পরে মার্কেট জমতে পারে বলে আশা করছি। লক্ষণ তেমনই মনে হচ্ছে।’ তিনি জানান, অন্যান্য বছর মার্চ মাস থেকেই মোবাইলের বাজার জমতে শুরু করে। এবার সেটা হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মোবাইল কেনার পেছনে ক্রেতারা টাকা খরচ করতে চাইছে না বলেই মনে হচ্ছে। তারা এখন প্রয়োজনীয় জিনিসেই বেশি মনোযোগী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের সময় স্মার্টফোনই বেশি বিক্রি হয়। ক্রেতারা বাজেটও একটু বাড়িয়ে কিনে থাকেন। আর ফিচার ফোনের মার্কেট সারা বছরই স্থিতিশীল। বিক্রির হারটা সব সময়ই একই রকম।’

দেশে মটোরোলা মোবাইল ফোনের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত জানালেন,মার্কেট জমে ওঠেনি। তবে তিনি আশাবাদী রোজার মাঝামাঝি বাজার জমবে। তিনি জানান, ঈদ উপলক্ষে সাশ্রয়ী বাজেটের একটি স্মার্টফোন (জি৩১) বাজারে ছেড়েছেন। রোজার শুরুতে বিভিন্ন অফার ঘোষণা করেছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। এর আগে তাদের প্রতিষ্ঠান ট্রু ফাইভজি ফোন এজ২০ ফিউশন নিয়ে আসে। সেটটি বেশ আলোচিত হয়েছে স্মার্টফোনের বাজারে। 

টেকনো, আইটেল ও ইনফিনিক্স মোবাইল ফোনের মূল প্রতিষ্ঠান ট্রান্সশান বাংলাদেশের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক বলেন, ‘স্মার্টফোনের বাজারের অবস্থা ভয়াবহ খারাপ। এমন খারাপ অবস্থা আগে হয়নি। বাজারে ক্রেতা নেই বললেই চলে। ঈদের আগে আগে বাজার জমবে এমন কোনও লক্ষণও দেখছি না।’

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি শাওমি মোবাইলের বাজার ভালো যাচ্ছে। দেশে তৈরি তাদের একটি মডেল (রেডমি নোট ১১) ভালো বিক্রি হচ্ছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৬২ মামলার পলাতক আসামি বাচ্চু এখনও ধরাছোঁয়ার বাইরে
৬২ মামলার পলাতক আসামি বাচ্চু এখনও ধরাছোঁয়ার বাইরে
দ. কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত
দ. কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত
ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা
ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন পিসিবি প্রধান
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন পিসিবি প্রধান
সর্বাধিক পঠিত
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি