X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

মেলায় ফাইভ-জি ফোন, রয়েছে এক্সপেরিয়েন্স জোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৭ জানুয়ারি ২০২২, ২০:১৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২২:২২

স্মার্টফোন ও ট্যাব মেলায় পাওয়া যাচ্ছে ফাইভ-জি ফোন। মেলার প্রথম দুই দিনে স্যামসাং ও অপো তাদের ফাইভ-জি ফোন অবমুক্ত করেছে। এছাড়া শাওমি, ভিভো ইত্যাদি ব্র্যান্ডও বিক্রি করছে ফাইভ-জি ফোন। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, ফাইভ-জি ফোনে ক্রেতাদের আগ্রহ বেশি।

এছাড়া রয়েছে ফাইভ-জি এক্সপেরিয়েন্স জোন। হুয়াওয়ের সহযোগিতায় মোবাইল ফোন অপারেটর টেলিটকের প্যাভিলিয়নে রয়েছে ফাইভ-জি এক্সপেরিয়েন্স জোন। প্রথম দিন থেকেই এই জোনে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। 

মেলার দ্বিতীয় দিন শুক্রবার (৭ জানুয়ারি) অপো  অবমুক্ত করেছে তাদের নতুন ফাইভ-জি ফোন ফাইন্ড এন। এটি ফোল্ডেবল (ভাঁজযোগ্য) মোবাইল। অপো ক্রিকেটার সাকিব আল হাসানকে তাদের অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে। মেলায় সাকিব আল সই করেন।

শাওমিও এনেছে ফাইভ-জি ফোন। শাওমি ‘১১টি প্রো’ হলো ফ্ল্যাগশিপ ফাইভ-জি ফোন। এছাড়া শাওমির সাব-ব্র্যান্ড পোকো এম-থ্রি ফাইভ-জি ফোন নিয়ে এসেছে। মেলায় ডিএক্স  গ্রুপের প্যাভিলিন থেকে শাওমি ফোন কিনলে পাওয়া যাবে ৪ হাজার টাকা পর্যন্ত ছাড়, সঙ্গে উপহার।

এদিকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্যামসাং মেলায় গ্যালাক্সি এস২১ এফই মডেলের ফাইভ-জি ফোন অবমুক্ত করে। শক্তিশালী পারফরমেন্সের ফোনটিতে থাকছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। এতে রেয়ছে ৮ জিবি র‌্যাম ও ১৩২ জিবি রম।

ভিভো ওয়াই১২এ স্মার্টফোনে দিচ্ছে এক হাজার টাকা ছাড়। মেলায় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে ফাইভ-জি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে উজ্জ্বল উপস্থিতি রয়েছে ভিভোরও। ভিভো’র এক্স৭০প্রো মডেলের ফোনে রয়েছে ফাইভ-জি নেটওয়ার্ক।

ওয়ালটন স্মার্টফোন, ট্যাবলেট পিসি ও এক্সেসরিজে রয়েছে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, ফ্রি হোম ডেলিভারি।

মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী মুহম্মদ খান বলেন, ‘দীর্ঘ বিরতির পর আয়োজিত মেলায় দর্শকদের উপস্থিতিতে আমরা আনন্দিত। আশা করছি, দর্শকরা নিজেদের পছন্দের স্মার্টফোন কেনার পাশাপাশি সরাসরি ফাইভ-জি অভিজ্ঞতা নেবেন।’

ডিএক্স ক্লাব মেলায় ডিএক্স ক্লাব

মেলায় ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে এসেছে ডিএক্স গ্রুপ। প্রতিষ্ঠানটি শাওমি স্মার্টফোন বিক্রির পাশাপাশি তাদের নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম ডিএক্স মার্টের কার্যক্রম প্রদর্শন করছে। এই প্যাভিলিয়নে রয়েছে ডিএক্স ক্লাব। এখান থেকে শাওমি ফোন কিনলে স্বয়ংক্রিয়ভাবে তিনি ক্লাবের সদস্য হবেন। সেই সদস্যপদ ব্যবহার করে তিনি দেশের বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, বিমান ভাড়া, কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়। শেষ হবে শনিবার। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা
প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
দিনে গরম রাতে শীত, এ কেমন আবহাওয়া?
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর