হাজার কাজে ব্যস্ত থাকে আমাদের স্মার্টফোন। আর সেই কাজের বিরতিতে অনেকেরই পছন্দ গেম খেলা। গেম লাভার হলে তো কথাই নেই। ২০১৫ সালের সেরা গেমগুলোর তালিকায় উঠে এসেছে বেশ কিছু জনপ্রিয় গেম। আজ জেনে নিন কোন কোন গেম এবছরের স্মার্টফোন গেমের তালিকায় শীর্ষ দশে ছিল।
১০. দ্য রুম থ্রি
ফায়ারপ্রুফ তাদের পাজল গেমের জন্যই বেশি বিখ্যাত। তাদের রুম ‘দ্য রুম থ্রি গেমটি পাজল ক্যাটাগরিতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গা ছমছম করা অপ্রত্যাশিত নানা পাজলের জন্যই গেমটিকে পছন্দ করেছে ব্যবহারকারীরা।
৯. লুমিনো সিটি
এই গেমটিতে আপনি আপনার সুন্দর হাতের কাজ দিয়ে সাজিয়ে দিতে পারেন পুরো একটি নতুন পৃথিবী। তবে গেমটিতে শুধু চমৎকার কাগজের কারুকাজ নয়, আছে বুদ্ধিমত্তার নানা পরীক্ষাও। গেমটি বানিয়েছে স্টেট অব প্লে।
৮. ফলআউট শেলটার
বেদাসদা কোম্পানির বানানো ফল আউট গেমটি আগেই বেশ জনপ্রিয় ছিল। ২০১৫ সালে তাদের বানানো ফল আউট শেল্টার গেমটিও ছিল গেমারদের পছন্দের তালিকার শীর্ষে। ম্যানেজমেন্ট ধারার গেমটি ডিজাইন এবং নতুনত্ব দিয়ে দর্শকদের আকর্ষণ কারে।
৭. আলফাবিয়ার
এ বছরের পছন্দের তালিকায় সাত নম্বরে থাকা গেমটি হলো স্প্রাই ফক্সের বানানো আলফাবিয়ার গেমটি। শব্দ নিয়ে বানানো ওয়ার্ড গেমগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল ২০১৫ সালে। গেমটিতে শব্দ গঠনের বিভিন্ন দৈনিক চ্যালেঞ্জ এবং নানা কৌশলের প্রয়োগ দেখানো হয়।
৬. অল্টোস অ্যাডভেঞ্চার
স্নো ম্যান কোম্পানির বানানো অল্টোস অ্যাডভেঞ্চার স্নো বোর্ডিং নিয়ে গেমগুলোকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। গতি, লাফ ঝাপের সঙ্গে গেমটিতে যুক্ত আছে পয়েন্ট সংগ্রহ। এছাড়া উন্নত গ্রাফিকস গেমটিতে যোগ করে ভিন্ন মাত্রা।
৫. ইউ মাস্ট বিল্ড এ বোট
পাজল গেমের তালিকায় কয়েকটি গেমের নাম বলতে গেলে এইটি এইটি গেমসের বানানো ইউ মাস্ট বিল্ড এ বোট গেমটি অন্যতম। গেমটিতে পুরাতন ফেলে দিয়ে নতুন কিছু তৈরির বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
৪. প্রুনি
পলি কালচর এর বানানো প্রণি গেমটি পদার্থবিদ্যা, প্রকৃতি ও ত্যাগের এক ধরনের সংমিশ্রণ বলা যেতে পারে। এটি মূলত একটি পাজল গেম।
৩. ডাউনওয়েল
খারাপ সংবাদ: আপনি রাক্ষসে ঘেরা একটি খাদে পড়ে গেছেন। ভালো সংবাদ: আপনি অবিশ্বাস্যভাবে দ্রুত গতির এবং আপনার আলাদিনের মতো একটি জাদুর বাহন রয়েছে। যেটি উড়তে উড়তে গুলি করতে সক্ষম। এমনই একটি গেম বানিয়েছে মপিন ডেভলপার ডিজিটাল। গেমটিতে মেতে ছিল ২০১৫ সালের বহু স্মার্টফোন ব্যবহারকারী।
২. হার স্টোরি
গোয়েন্দাগিরি যাদের পছন্দ তারাই এই গেমটিকে বেশি পছন্দ করেছেন। নিয়ে এসেছেন গেমটিকে ২০১৫ সালে দ্বিতীয় জনপ্রিয় গেমের অবস্থানে। ভিভা সেইফার্ট একজন অভিনেত্রী, তাকে নিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণ ভিডিও মোশন এই গেমটি। তার সঙ্গে পুলিশের কথোপকথনের থেকেই বিভিন্ন রহস্য উৎঘাটন করতে হবে গেমারদের।
১. লারা ক্রফ্ট গো
টম্ব রাইডার ছবির আমেজ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে স্কয়ার ইসিক্স মন্ট্রিল গেম নির্মাতা দলটি। তাদের এই চেষ্টাই গেমটিকে এনে দিয়েছে ২০১৫ সালের গেমগুলোর মধ্যে শীর্ষে। দুর্দান্ত অ্যাকশনের সঙ্গে গেমটিতে যুক্ত করা হয়েছে বেশ কিছু কৌশলী ধাপও।
সূত্র: ইয়াহু নিউজ