অনেকেই ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক অন্যদের কাছে পাঠিয়ে থাকেন। এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রদর্শন করতে পারবেন। নতুন এ সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপ কাজ শুরু করে দিয়েছে এরই মধ্যে।
এই সুবিধার ফলেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের পরিচিত ব্যক্তিদের ইনস্টাগ্রাম প্রোফাইলে থাকা তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে সহজেই ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যাবে। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে আইফোনে ব্যবহার করা যাবে। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপের ‘২৫.২.১০.৭২’ সংস্করণে পরীক্ষামূলকভাবে সুবিধাটি যুক্ত করা হয়েছে। সবার জন্য সুবিধাটি উন্মুক্ত হবে খুব শীঘ্রই।