X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

মোবাইল ইন্টারনেটে ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক-মেসেঞ্জার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১৫:৪০আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৬:০১

সারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে রবিবার (৪ আগস্ট) দুপুরের পর থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। এছাড়া মোবাইল ইন্টারনেট দিয়ে কোনও ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলেও জানিয়েছেন অনেকে।

আন্দোলন-সহিংসাকে ঘিরে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে কিনা সে বিষয়ে সরকারি কোনও সংস্থা , মোবাইল নেটওয়ার্ক অপারেটর বা ইন্টারনেট প্রোভাইডারদের পক্ষ থেকে সুস্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি।

দুপুরের পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও সামাজিক মাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না।

ব্যবহারকারীরা জানান, রবিবার দুপুর দেড়টার পর থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না। এরপর দুপুর ২টার পর থেকে মোবাইল ইন্টারনেট দিয়ে কোনও ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে কাজ করা যাচ্ছে।

রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা রবিউল জানান, দুপুর থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কাজ করছে না। কিছুক্ষণ পর দেখলাম কোনও ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

মোবাইল অপারেটরের সূত্রে জানা গেছে, সারা দেশে ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশনা পেয়েছেন তারা। তবে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলছেন না।

মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক। তিনি জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের নির্দেশনা আমরা এখনও পাইনি।

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেও ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন অনেকে। মোবাইল ইন্টারনেটের পর দুপুর আড়াইটার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে সামাজিক মাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। যদিও অন্যান্য ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বলেন, এখন মিটিংয়ে আছি। পরে কথা বলি। 

/এসও/এপিএইচ/এফএস/
সম্পর্কিত
হেলিকপ্টারে মাগুরা যাওয়ার সমালোচনায় ‘ঘরে বসে অ‍্যানালাইসিস কপচানো’ নিয়ে পাল্টা সমালোচনা সারজিসের
‘হেফাজতে ইসলাম কারও প্রক্সি হিসেবে ব্যবহৃত হয়নি’
ছাত্রদল নেতার ‘ফেসবুক স্ট্যাটাস’ নিয়ে থানায় গেলো ছাত্রশিবির
সর্বশেষ খবর
আগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জামায়াত আমিরআগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীচিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
প্রবাসীদের জন্য ঢাকায় হাসপাতাল করা হবে: আসিফ নজরুল
প্রবাসীদের জন্য ঢাকায় হাসপাতাল করা হবে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন