কোটা সংস্কার আন্দোলনের সংঘাতকে কেন্দ্র করে প্রায় ১০ দিন ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত ছিলেন মোবাইল ফোন গ্রাহকেরা। এতে ব্যবহার না করলেও মোবাইল ইন্টারনেটের মেয়াদ স্বাভাবিক নিয়মে কমেছে। আর এই অব্যবহৃত মোবাইল ডাটার বিনিময়ে ৫ জিপি বোনাস পাবেন প্রত্যেক অপরেটরের গ্রাহকরা। এই বোনাস ডাটার মেয়াদ থাকবে ৩ দিন।
রবিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।
এদিকে আজ বিকাল ৩টা থাকে মোবাইল ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ইন্টারনেট চালুর পর থেকেই প্রত্যেক মোবাইল সিম অপরেটরের গ্রাহকের ব্যালেন্সে ৫ জিবি বোনাস যুক্ত হবে।