X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল, যা বললেন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ১৩:৫৭আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৬:৩৫

দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (১৬ জুলাই) স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি এই কোম্পানি ফেসবুক পেজে লিখেছে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’

সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে বিষয়টি প্রসঙ্গে  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে জানতে চান সাংবাদিকরা। এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল, সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। সেটাই আমরা জানিয়েছি।’

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছিলেন আয়মান সাদিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে রক্ত— এমন একটি গ্রাফিকাল ছবি পোস্ট করে লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ অনেকেই ধারণা করছেন, সে কারণেই এমন সিদ্ধান্ত কিনা।

আয়মান সাদিকের পোস্ট (ফেসবুক থেকে)

বিনিয়োগ বাতিলের কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রথমত হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শত-শত আবেদন করে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিকে বিনিয়োগ করেছি ১২০ কোটি টাকার মতো। আরও প্রায় ৫০টির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে, আমরা সেখানে বিনিয়োগ করি বা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্য উপাত্ত বা তাদের সঙ্গে যে নেগোসিয়েশন হয়, এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না।’

তিনি আরও বলেন, সেই জায়গাতে আমাদের কিছু বিধি-নিষেধ আছে। কেন আমরা টেন মিনিট স্কুলের এই প্রস্তাবটি বাতিল করলাম, আমরা যদি ওদের কোনও নেগেটিভ বিষয় প্রকাশ করি, এটা তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে, অন্য বিনিয়োগকারীও আছে। কিংবা ভবিষ্যতে আরও যেতে পারে। তাহলে ‘কেন দিলাম না’— কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা প্রকাশ করি, এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা চুক্তির বরখেলাপে পড়ে যায়। সে কারণেই আমি বলবো যে, কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম, এই ব্যাখ্যা দেওয়ার কারণটা আমরা কোন বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা (প্রকাশ) করতে পারি না।

আয়মান সাদিককে ইঙ্গিত করে তিনি বলেন, ‘দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সামিটে সরকারি খরচ দেড় কোটি টাকা, বিনিয়োগ ৩ হাজার ১০০ কোটি: বিডা
বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো
বিনিয়োগ সম্মেলন ২০২৫চার প্রতিষ্ঠান-ব্যক্তির হাতে সম্মাননা তুলে দিলেন প্রধান উপদেষ্টা
সর্বশেষ খবর
ট্রাম্পের চাপ উপেক্ষা করলো হার্ভার্ড, টিকতে পারবে কতদিন?
ট্রাম্পের চাপ উপেক্ষা করলো হার্ভার্ড, টিকতে পারবে কতদিন?
আগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জামায়াত আমিরআগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীচিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন