প্রথম গ্র্যান্ড স্লামের জন্য আলেক্সান্ডার জভেরেভের অপেক্ষা আরও বাড়িয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন জ্যানিক সিনার। রবিবার ৬-৩, ৭-৬ (৪) ও ৬-৩ গেমে জিতে ইতালিয়ান টেনিসে নতুন কীর্তি গড়লেন তিনি। এনিয়ে তিনবার গ্র্যান্ড স্লামের ফাইনালে হারলেন তার জার্মান প্রতিদ্বন্দ্বী।
বিশ্বের এক নম্বর সিনার ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন। পেছনে ফেলেছেন ১৯৫৯-৬০ এ রোলাঁ গাঁরোতে ছেলেদের এককে টানা শিরোপা জেতা নিকোলা পিয়েত্রানগেলিকে।
দানিল মেদভেদেভকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে প্রথম মেজর ট্রফি জয়ের এক বছর পর দ্বিতীয়বার মেলবোর্ন পার্ক ফাইনালে নিখুঁত পারফরম্যান্স করলেন সিনার।
গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ২০২০ সালের ইউএস ওপেনে রানারআপ হওয়ার পর এবারও ব্যর্থ হলেন জভেরেভ।