X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

‘আর্চারি একটি পরিবার, সবাই মিলে কাজ করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ২০:২৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২০:৫৪

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রথম সভা হয়েছে আজ সোমবার। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অ্যাডহক কমিটি ছাড়াও আগের কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। নতুন কমিটির দায়িত্ব বুঝে নেন আর্চারি ফেডারেশনের নতুন সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। 

আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল নতুন সভাপতিকে ওয়ার্ল্ড ও এশিয়ান আর্চারির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। চপলের অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগানোর কথা জানিয়েছেন মোখলেস।

চপলকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্পদ বলেছেন নতুন সভাপতি, ‘উনার কাছ থেকে জ্ঞান, অভিজ্ঞতা, মিশন, ভিশন সবকিছু নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। সে আমাদের একজন সম্পদ। শুধু আর্চারির নয়, স্পোর্টস জগতে তিনি বাংলাদেশের একজন সম্পদ। উনি একজন ভালো মানের আন্তর্জাতিক সংগঠক। আর্চারি হচ্ছে তার ধ্যান জ্ঞান।‌ আমাদের এই কমিটিতে যেখানে যেখানে দরকার সবখানেই চপলকে ফোকাস করা হবে। তিনি আর্চারির অংশ। এক কথায় শেষ।’ 

‘আর্চারি একটি পরিবার, সবাই মিলে কাজ করবো’

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন চপল। যিনি অ্যাডহক কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে আছেন। চপল জানিয়েছেন, ‘আর্চারি আমার একটা সন্তান। আমার সেকেন্ড পরিবার। আমি সেই ব্যক্তি যে নাকি ঘরের বাজার না করে আর্চারির জন্য বাজার করেছি। নতুন পুরানো মিলে আর্চারিকে আমরা আরও সুন্দরভাবে পরিচালিত করবো।’

নতুন সাধারণ সম্পাদক তানভীর আহমেদও সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন,‘আজ আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হলো। আমাদের সব মেম্বাররাই ছিলেন। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যারা পুরানো মেম্বার আছেন, তারাও এখানে উপস্থিত। এ থেকে আপনারা বুঝছেন আর্চারি একটি পরিবার। আর আমরা একসঙ্গে কাজ করবো।’

এসময় সহ সভাপতি মালিক মোহাম্মদ সাঈদও উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু