আগামী ৩-৫ মে রাঁচির বিরসা মুন্ডা অ্যাথলেটিকস স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিকস। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় এর আয়োজন নিয়ে সংশয় ছিল। অবশেষে আয়োজকরা তা স্থগিতই করে দিয়েছে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনও চলমান ক্যাম্প বন্ধ করে দিয়েছে। আজ থেকে অ্যাথলেটরা ক্যাম্প থেকে নিজ নিজ সংস্থায় ফিরে যাচ্ছেন।
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম ক্যাম্প বন্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানালেন, ‘সাফ অ্যাথলেটিকসের জন্য আয়োজকদের কাছ থেকে শুরুতে এক মাস খেলা পেছানোর বিষয়টি জানানো হয়। আমরা অনুরোধ করেছিলাম ১-২ সপ্তাহের বেশি যেন না পেছায়। পরবর্তীতে ভারতীয় অ্যাথলেটিকস ফেডারেশন জানায় খেলা স্থগিতের কথা। সেটা জানার পরও আমরা কয়েকদিন অনুশীলন অব্যাহত রেখেছিলাম। এখনও কোনও খবর না আসায় আর আমাদের পক্ষে ক্যাম্প পরিচালনা করা সম্ভব নয়। তাই আজ থেকে বন্ধ করা হয়েছে।’
সাফ অ্যাথলেটিকস বন্ধ হলেও এশিয়ান অ্যাথলেটিকসের জন্য প্রস্তুতি চলবে। মে মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান অ্যাথলেটিকস। ১৯ এপ্রিল জাতীয় স্টেডিয়ামে এক ট্রায়ালের মাধ্যমে ইসমাইল, নাজিমুল হোসেন রনি, মাহফুজুর রহমান, রিতু আক্তার নির্বাচিত হয়েছিলেন। এছাড়া শনিবার সবশেষ নির্বাচিত হয়েছেন দ্রুততম মানবী শিরিন আক্তার।