ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট আজ শনিবার থেকে শুরু হয়েছে। ঢাকা ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) ক্লাবের স্নুকার রুমে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এই টুর্নামেন্টে ঢাকা ও ঢাকার বাইরে থেকে মোট ১০টি ক্লাব থেকে ৪৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টটির আয়োজন ও সার্বিক পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) এবং টুর্নামেন্ট ডিরেক্টর আব্দুল্লাহ আহমেদ ইব্রাহিম (কাজু) বক্তব্য দেন। এছাড়া এসময় ডাইরেক্টর ইনচার্জ আব্দুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে এক লাখ ও রানারআপ দলকে ৫০ হাজার টাকা এবং ট্রফি দেওয়া হবে।