X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

জয় দিয়ে বাংলাদেশের নেপাল সফর শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৫, ১৯:১৬আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯:১৬

জয় দিয়ে নেপাল সফর শেষ করলো বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৮-২৩ পয়েন্টে। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। দুটি লোনাসহ ২১ পয়েন্ট আদায় করে নেয় শ্রাবণী, বৃষ্টিরা। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতলো নেপাল। 

এই সিরিজে ধারাবাহিক উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপাল জয় পায় ৪১-১৮ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচ ২৯-২২ পয়েন্টে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জয় পায় ২৬-২৩ পয়েন্টে। চতুর্থ ম্যাচেও নেপালের সঙ্গে সমান তালে খেলেছে বাংলাদেশ। কিন্তু ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় স্বাগতিক নেপাল। 

সিরিজে ব্যবধান কমানোর লক্ষ্যে নেপালের ললিতপুরের আজ সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। তবে প্রথমার্ধে গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের ৮ মিনিটে একটি লোনা পায় নেপাল। ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। নেপালের ১৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ছিল ৭ পয়েন্ট। 

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট আদায় করে নিতে থাকে বাংলাদেশ দল। লোনা পেয়ে নেপালকে পেছনে ফেলেন শ্রাবণীরা। লিড নিয়ে ম্যাচে এগিয়ে যেতে থাকে লাল সবুজের প্রতিনিধরা। ম্যাচে আরেকটি লোনা পেয়ে এক সময় আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশের কৌশলের কাছে পারে ওঠেনি নেপাল। 

ভারতে আসন্ন বিশ্বকাপ কাবাডির আগে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক কাজে দেবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ‘এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিক উন্নতি করেছে। বিশ্বকাপের আগে আমাদের কাজ করার কিছু জায়গা আমরা খুঁজে পেয়েছি। কার কোথায় সমস্যা আছে সেসব নিয়ে আমরা কাজ করবো। এই সিরিজ শেষে আমরা আশা করতে পারি বাংলাদেশের সামনের রাস্তা খোলা। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পদকের সম্ভাবনা আছে। এই সিরিজ থেকে মেয়েরা যে আত্মবিশ্বাস অর্জন করেছে তা বিশ্বকাপে কাজে দেবে। আমি মনে করি বাংলাদেশ ভালো একটা অবস্থায় আছে। এখন পরিচর্যা করা দরকার।’ 

ভবিষ্যতে নেপালের সঙ্গে কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘আমি একটা মেসেজ আজ দিতে চাই, ভবিষ্যতে নেপালের সঙ্গে আমরা কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। পরবর্তীতে নেপালের সঙ্গে টেস্ট সিরিজ খেলি বা অন্য কোনও দেশকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলি, সেটা  নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। সেক্ষেত্রে আমাদের সম্ভাবনার জায়গা কতটুকু আছে তা যাচাই করতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
কিছু মার্কিন পণ্যে শুল্ক ছাড় চীনের, আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান
কিছু মার্কিন পণ্যে শুল্ক ছাড় চীনের, আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ