চার মাসের মধ্যে তিনটি আন্তর্জাতিক ইভেন্ট এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি ও সাউথ এশিয়ান গেমস হতে যাচ্ছে। তিন গেমসকে সামনে রেখে সব মিলিয়ে ৫০টি ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ।
এছাড়া তিন গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশনও নির্বাচিত করা হয়েছে। বুধবার আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে বাংলাদেশের সাফল্য বেশি সাউথ এশিয়ান (এসএ) গেমসেই। নেপাল এসএ গেমসে ১৯টি স্বর্ণজয়ই লাল সবুজের নতুন ইতিহাস। সেবার ২৫টি ডিসিপ্লিনে অংশ নিলেও আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠেয় গেমসে ২৬টিতে অংশ নেবে বাংলাদেশ।
বাড়তি ডিসিপ্লিনটি হলো বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার। এই গেমসের শেফ দ্য মিশন করা হয়েছে বিওএর সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরকে। এই গেমসের আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, রাগবি এবং বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার।
২২-৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। এই আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। বাহরাইনে লাল সবুজের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন নির্বাচিত করা হয়েছে বিওএর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরকে। এশিয়ান ইয়ুথ গেমসের অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল (থ্রি নট থ্রি), গলফ, জুডো, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি ও সাইক্লিং ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।
৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। অ্যাথলেটিকস, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, বাস্কেটবল (থ্রি নট থ্রি), জুডো ও তায়কোয়ান্দো। এই গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন করা হয়েছে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরীকে।
এছাড়া দেশের ক্রীড়ার মান উন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরুর পরিকল্পনা করা হয়েছে। খেলাধুলার উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে অর্থ সংগ্রহের জন্য পৃষ্ঠপোষক খুঁজছে বিওএ। সে জন্য বিওএর দুই সহসভাপতি অঞ্জন চৌধুরী পিংন্টু ও শেখ বশির আহমেদ মামুনকে নিয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।