X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪২আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৫৫

বাংলাদেশ দল আরও একবার ব্রিজ বিশ্বকাপ খ্যাত বারমুডা বাউল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জোন-৪ এর বাছাই পর্বে ফাইনাল নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ এই সম্মান অর্জন করে নিলো।

বৃহস্পতিবার সকালে মিডিয়া রোটানা হোটেলে ছয় সেশনের সেমিফাইনালের চতুর্থ সেশন শেষে বাংলাদেশ প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে ১১৯ পয়েন্টে ( ১৮৬-৬৭) এগিয়ে যায়। বাকি দুই সেশনে এই পার্থক্য অতিক্রম করা সম্ভব হবে না মেনে নিয়ে জর্ডান হার স্বীকার করে নেয়। এর ফলে, বাংলাদেশ তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ টুনার্মেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করলো। 

বুধবার ১৬ বোর্ডের প্রথম সেশনে ৪১-১৬ পয়েন্টের লিড নিয়ে শুভসূচনা করে। তবে দ্বিতীয় সেশনেই মূলত খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই সেশনে বাংলাদেশ ৬৭ পয়েন্ট পায় আর তাদের পশ্চিম এশীয় প্রতিপক্ষ মাত্র দুই পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। 

বাংলাদেশের কামরুজ্জামান এবং আসিফুর রহমান ওপেন রুমে উত্তর-দক্ষিণে এবং জাহিদ হোসেন ও শাহ জিয়াউল হক জুটি ক্লোজ রুমে পূর্ব-পশ্চিমে আসন গ্রহণ করেন। এই রাউন্ডের পরে বাংলাদেশ ৯০ পয়েন্টে এগিয়ে যায় এবং পরের দুই রাউন্ডেও ১৮ এবং ১১ পয়েন্ট যোগ করায় জর্ডান হার মেনে নেয়। 

বাংলাদেশের পক্ষে আরও অংশ নেন মির্জা সাজিদ ইস্পাহানী এবং মশিউর রহমান। গ্রুপ ও সেমিফাইনাল উভয় পর্বেই বাংলাদেশের ছয়জন খেলোয়াড়ই কৃতিত্বের স্বাক্ষর রাখেন। 

এর আগে, আট দলের গ্রুপ পর্বে বাংলাদেশ দ্বিতীয় স্থানে শেষ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। অন্য সেমিফাইনালে চার রাউন্ড শেষে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ পয়েন্টে এগিয়ে ছিল। এই খেলার বিজয়ী দল শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলবে।

ওপেন দলের পাশাপাশি প্রবীণদের দলও বিশ্বকাপ খেলার স্বপ্নের দিকে এগিয়ে চলছে। সেমিফাইনালে বাংলাদেশের প্রবীণেরা পাকিস্তানের প্রবীণদের বিপক্ষে ৪৭ পয়েন্টে এগিয়ে ছিল। 

বাংলাদেশ প্রবীণ দলের হয়ে খেলছেন সাইদ আহমেদ, দেওয়ান মোহাম্মদ হানজালা, খন্দকার মাজহারুল হক, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ আজিজুল হক এবং এটিএম মোয়াজ্জেম হোসেন। 

এই বছরের আগস্ট মাসে ডেনমার্কে ব্রিজ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ প্যারিস এবং উহানে বিশ্বকাপে অংশ নিয়েছিল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
রানা প্লাজার পর বাইডেন-উপদেষ্টাকাণ্ডে আলোচনায় আসেনএলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
শিল্পীদের পক্ষ থেকে সরকারের প্রতি ১০ প্রস্তাবনা
রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র
রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’