দেশব্যাপী তারুণ্যেরে উৎসবের ধারাবাহিকতায় বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলটিকস প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। প্রতিযোগিতায় বিকেএসপি ২২টি স্বর্ণ, ১২ রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৩৭টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
রাজশাহী বিভাগ ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক নিয়ে রানার্স আপ হয়েছে।
নেপাল ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক নিয়ে ৩য় স্থান অর্জন করে।
প্রতিযোগিতার দ্রুততম মানব-মানবী হয়েছেন বিকেএসপির শিপন মিয়া ও আজমী খাতুন।
এ ছাড়াও প্রতিযোগিতায় বালক বিভাগে মো. তামিম হোসেন ব্যক্তিগত ৩টি স্বর্ণ পদক ও বালিকা বিভাগে তাসমিয়া হোসাইন ব্যক্তিগত ৪টি স্বর্ণ পদক নিয়ে শ্রেষ্ঠ অ্যাথলেট হয়েছেন।
শেষ দিনে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম অ্যাথলেটদের হাতে পদক তুলে দেন।