জার্মানির বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে রেকর্ড চতুর্থবার ইউরো ট্রফি জিতলো স্পেন। মিকেল ওয়ারজাবাল ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন। তাতে করে টানা সাত ম্যাচ জিতে ট্রফি তুললো স্পেন।
২৪ দলের এই আসরে ১১৪ গোল হয়েছে। তবে তেকাঠির নিচে গোলকিপাররা তার চেয়েও বেশি সেভ করেছেন।
ইউরোতে সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতে নিয়েছেন ফ্রান্সের মাইক মাইগনান।
ফ্রান্সের কিপার মাইগনান এই ছয় ম্যাচে সর্বোচ্চ চারটিতে ক্লিনশিট ধরে রেখেছেন, মানে গোল হতে দেননি। তার স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়ে গেলেন তিনি। তিন ক্লিনশিটে তার সঙ্গে লড়াইয়ে ছিলেন স্পেনের উনাই সিমন, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড, পর্তুগালের ডিওগো কস্তা।