X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

‘বাংলাদেশকে আমরা ভালোবাসি, আসতে না পেরে কষ্ট পেয়েছি’

তানজীম আহমেদ
২৪ মে ২০২৪, ১১:৪১আপডেট : ২৪ মে ২০২৪, ১২:১২

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি হতে যাচ্ছে ১২টি দেশের অংশগ্রহণে। ২৬ মে থেকে মিরপুর ইনডোরে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে এবার নেই ম্যারাডোনা-মেসিদের দেশ আর্জেন্টিনা। তাদের জায়গায় আফ্রিকার উগান্ডা প্রথমবারের মতো খেলার অপেক্ষায়। কাবাডি ফেডারেশন আগেই ব্যাখ্যা দিয়েছে কেন নেই আর্জেন্টিনা। তবে ব্যাখ্যা যাই থাকুক না কেন, বাংলাদেশে এসে দ্বিতীয়বারের মতো খেলতে না পেরে কষ্ট পেয়েছে দেশটি!

গতবার অনেকটাই আবেগতাড়িত হয়ে আর্জেন্টিনাকে ঢাকায় আনা হয়েছিল। সংযোগ সূত্র ছিল ম্যারাডোনার পর মেসিদের বিশ্বকাপ জেতা ও বাংলাদেশের মানুষের আবেগ। যদিও বিশ্ব কাবাডিতে দুর্বল দেশ আর্জেন্টিনা। সৌখিন দল হিসেবে তাদের পরিচিতি এখনও। সব খেলোয়াড়ই শুধু কাবাডি নয় বিভিন্ন খেলা খেলে থাকেন। তারপরও ঢাকায় খেলার সুযোগ দেওয়া হয়েছিল। 

প্রথমবার পারফরম্যান্স দেখে এবার আর দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ জানানো হয়নি। ‍শুধু পারফরম্যান্স নয়, তাদের পিছনে বিমান ভাড়াটাও বড় কারণ। গতবার লেগেছিল ৫৫ লাখ টাকা। তাই সব বিবেচনা করে আফ্রিকার উদিয়মান উগান্ডা হলো নতুন পছন্দ!

এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা কাবাডি দল দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে টুর্নামেন্ট খেলার অপেক্ষায় থেকে আমন্ত্রণ না পেয়ে যারপরনাই হতাশ হয়েছে। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে বুয়েন্স আয়ার্সে কাবাডি দলের কোচ রিকার্ডো আকুনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ৫৫ বছর বয়সী কোচ আক্ষেপের সুরে জানালেন, 'প্রথমবার খেলে এসে এরপর আর কোনও বার্তা পায়নি। গত বছরের নভেম্বরে ঢাকায় বার্তা দিয়েছিলাম টুর্নামেন্ট শুরু নিয়ে। শুধু সপ্তাহখানেক আগে কাবাডি ফেডারেশন থেকে নেওয়াজ সোহাগ (যুগ্ম সাধারণ সম্পাদক) আমাদের দল সম্পর্কে জানতে চাইলো। আমি তখন বলেছি আমাদের দল তৈরি। খেলার জন্য প্রস্তুত। এটুকুই।’

পরবর্তিতে এই আর্জেন্টাইন জানতে পেরেছেন এবার আর্জেন্টিনা নয় উগান্ডাকে আমন্ত্রণ জানানো হয়েছে।  তাই আক্ষেপের সুরে আকুনা বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ভালো। এখানে এসে সবার সঙ্গে মিশে তারই প্রমাণ পেয়েছিলাম। এছাড়া ফুটবলের কারণে আগেই জনপ্রিয়তা দেখেছি। ম্যারাডোনা হলো তার প্রথম সূত্রপাত। এরপর মেসির বিশ্বকাপ জয়। উন্মাদনা কেমন তা সবাই জানে। তাই বাংলাদেশকে আমরা ভালোবাসি। এবারও আশা করেছিলাম কাবাডি টুর্নামেন্টে খেলতে ডাক পাবো। তবে খেলতে যেতে না পেরে অনেক কষ্ট পেয়েছে সবাই। কেননা এই টুর্নামেন্ট দিয়ে আমাদের অনেক কিছু শেখার ছিল।’

এরপরই এই আর্জেন্টাইন হতাশ হলেও সামনের দিকে স্বপ্ন দেখেন আবারও কোনও একসময় বাংলাদেশে এসে খেলতে পারবেন। সবার মন জয় করতে পারবেন। আকুনার ভাষায় তা পরিষ্কার, ‘এই ধরণের টুর্নামেন্ট আমাদের জন্য আইডল। তবে ঢাকা আমাদের এখান থেকে অনেক দূর। তবে পরে শুনেছি আয়োজকরা আমাদের  জায়গায় উগান্ডাকে নিয়েছে।  আমাদের আনতে হলে ব্যয় বেশি হতো। উগান্ডাকে আনতে হলে তো ব্যয় কম। তবে উগান্ডা কিন্তু আমাদের চেয়ে শক্তিশালী দল নয়। দক্ষিণ কোরিয়া নতুন দল। এশিয়ান গেমসে তারা হেরেছে।  হয়তো সামনের দিকে আমরা আরও শক্তিশালী হয়ে খেলার ‍সুযোগ পাবো। সবাই আমাদের খেলা উপভোগ করবে। এমন আশা করতেই পারি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্তুগালকে সামলাতে প্রস্তুত স্লোভেনিয়া
পর্তুগালকে সামলাতে প্রস্তুত স্লোভেনিয়া
অর্ধশতাধিক সংস্কৃতিকর্মীর প্রতিবাদলিপি ও দাবিনামা
অর্ধশতাধিক সংস্কৃতিকর্মীর প্রতিবাদলিপি ও দাবিনামা
ডেঙ্গু প্রতিরোধে ১০ পদক্ষেপ
ডেঙ্গু প্রতিরোধে ১০ পদক্ষেপ
বাড়ির আঙিনায় পাওয়া অজগর ছাড়া হলো বনে
বাড়ির আঙিনায় পাওয়া অজগর ছাড়া হলো বনে
সর্বাধিক পঠিত
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘পরিস্থিতি দেখে’ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘পরিস্থিতি দেখে’ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের