আগামী ৩০ জুলাই অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তফসিলও ঘোষণা করা হয়েছে। তবে আজ রবিবার ২৮ পদের জন্য একটি প্যানেলের মনোনয়নপত্র জমা পড়ায় নির্বাচনের আর প্রয়োজন পড়ছে না। সবকিছু ঠিক থাকলে আগের কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুর নেতৃত্বে অ্যাথলেটিকস চলবে।
কমিটিতে কিছু পরিবর্তন এসেছে। সহ-সভাপতি পদে পৃষ্ঠপোষক হিসেবে তিনজনকে নেওয়া হয়েছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে অভিজ্ঞ ফরিদ খান চৌধুরী বাদ পড়েছেন। প্যানেল জমা দিয়ে আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ আমরা সবাই এক হয়ে একটি প্যানেল জমা দিয়েছি। কমিটিতে খেলোয়াড়-সংগঠক সবাই আছে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এই কমিটি আশা করছি নির্বাচিত হবে। ভোটের প্রয়োজন পড়বে না। আমরা চাই দেশের অ্যাথলেটিকসে উন্নতি।’
মনোনয়ন পত্র যারা জমা দিয়েছেন যারা
সহ-সভাপতি: অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, মোহাম্মদ জায়েদুল আলম, মোয়াজ্জেম হোসেন, এস এম ফারুকী হাসান ও গোলাম মোর্শেদ।
সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।
যুগ্ম সম্পাদক: এস এম শরাফত আলী ও মাসুদ জাহাঙ্গীর কবির।
কোষাধ্যক্ষ: জামাল হোসেন।
সদস্য: ফারুকুল ইসলাম, ফারহাদ জেসমিন লিটি, সাঈদ হাসান, রফিক উল্লা মিলন, শর্মিষ্ঠা রায়, আবু হেনা মোস্তফা কামাল, শফিকু রহমান, মান্নান মানি, মানিক দত্ত, রুনা লায়লা, নিবাস হালদার, শুমেন চন্দ্র শীল, সাইফুর রহমান রাজ্জাক, প্রবীর কুমার গুপ্ত, মনিরুজ্জামান জামাল, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আজমল হোসেন, আখতারুজ্জামান মৃধা, আবুল কালাম।