X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বর্ণিল ক্যারিয়ারের কিছু ঝলক

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ১৪:৪৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৫:০০

বর্ণিল ক্যারিয়ারের কিছু ঝলক ম্যারাডোনা- নামটিই যথেষ্ট। পায়ের জাদুতে মানুষের মনে কীভাবে নিজেকে গেঁথে নেওয়া যায়, খুব জানতেন তিনি। ‍পৃথিবী ছেড়ে গেলেও তিনি চিরকাল অমর হয়ে থাকবেন ভক্তকূলের হৃদয়ে। এমন এমন সব কীর্তি গড়েছেন তিনি, সংখ্যায় আটকানো যায় না, যাবে না। ফুটবলকে যিনি নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে, তাকে কোনও মাপকাঠিতে বিচার করা সম্ভব নয়। এরপরও ৬০ বছর বয়সে ওপারের বাসিন্দা হওয়া এই কিংবদন্তির অপরিসীম ক্যারিয়ারের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা।

ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছেন একবার- শ্রেষ্ঠত্ব পরিমাপে এটাই আসবে সবার আগে। ১৯৮৬ সালে তিনি যেভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন, এককথায় ছিল অবিশ্বাস্য। সাধারণ মানের একটি দলকে প্রায় একাই চ্যাম্পিয়ন করেছিলেন মেক্সিকোর আসরে।

ক্লাব ফুটবলে ৯টি শিরোপা জিতেছেন তিনি। সাফল্য পেয়েছেন বোকা জুনিয়র্স (১), বার্সেলোনা (৩) ও নাপোলিতে (৫)।

নাপোলি তাদের ৯৪ বছরের ফুটবল ইতিহাসে জিতেছে দুটি সিরি ‘আ’ ও একটি ইউরোপিয়ান ট্রফি। এই তিনটিই এসেছিল ম্যারাডোনার সময়ে (সিরি ‘আ’ ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০, উয়েফা কাপ ১৯৮৮-৮৯)।

১০

ম্যারাডোনার বিদায়ের পর নাপোলি তাদের ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়ে দেয়। নেপলসের ক্লাবটিতে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর খেলেছেন ৭ বছর। ফুটবল ইতিহাসে একমাত্র ক্লাব হিসেবে আজীবনের জন্য জার্সি তুলে রেখেছে তারা ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে।

২১

পেশাদার ফুটবলে ম্যারাডোনা খেলেছেন ২১ বছর। ১৬ বছর বয়সে আর্জেন্টাইনোস জুনিয়র্স দিয়ে শুরু করা পথচলা বোকা জুনিয়র্স দিয়ে থামেন ৩৮ বছর বয়সে।

৩৪

আর্জেন্টিনার জার্সিতে ৯১ ম্যাচে ম্যারাডোনার গোল ৩৪টি। যা তাকে বসিয়েছে লাতিন আমেরিকার দেশটির সর্বোচ্চ গোলদাতার তালিকার পঞ্চম স্থানে। ওপরে আছেন শুধু লিওনেল মেসি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, সের্হিয়ো আগুয়েরো ও হের্নান ক্রেসপো।

১১৫

নাপোলির সর্বোচ্চ গোলদাতা হয়ে নেপলস ছেড়েছিলেন ম্যারাডোনা। বর্ণিল ক্যারিয়ারে ইতালিয়ান ক্লাবটিতে করেছিলেন ১১৫ গোল। পরে তাকে টপকে গেছেন মারেক হামসিক ও ড্রিয়েস মেরটেন্স।

৩১১

ক্লাব ফুটবলে ম্যারাডোনার ৩১১ গোল। ক্যারিয়ারের নানা বাঁক পেরিয়ে সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গে বসা এই কিংবদন্তি সবচেয়ে বেশি গোল পেয়েছেন আর্জেন্টাইনোস জুনিয়র্সে (১১৬)। এছাড়া গোল উৎসব করেছেন বোকা জুনিয়র্স (২৮), বার্সেলোনা (৩৮), নাপোলি (১১৫), সেভিয়া (৭) ও দ্বিতীয় মেয়াদে বোকা জুনিয়র্সে (৭)।

বিশ্বকাপে ম্যারাডোনা

২/৩৪

আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা। ৩৪ বছর আগে ১৯৮৬ সালে তার হাতেই উঠেছিল আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ ট্রফি।

১/৩

বিশ্বকাপে গোল্ডেন বল জেতা তিন আর্জেন্টাইনের একজন ম্যারাডোনা। বাকি দুজন হলেন মারিও কেম্পেস, ১৯৭৮ বিশ্বকাপ ও লিওনেল মেসি, ২০১৪ বিশ্বকাপ।

বিশ্বকাপ ইতিহাসে ইচ্ছাকরে হ্যান্ডবল করে ফাউল করা খেলোয়াড় ম্যারাডোনা (৭ বার)।

ম্যারাডোনা গোল করতেন, করাতেন। ১৯৬৬ বিশ্বকাপের পর থেকে তার চেয়ে বেশি অ্যাসিস্ট (৮) আর কারও নেই। এছাড়া বিশ্বকাপ মঞ্চে এই কিংবদন্তি নামের পাশে যোগ করেছেন ৮ গোল।

২১

চার বিশ্বকাপে ২১ ম্যাচ খেলেছেন ম্যারাডোনা। খেলেছেন দুটির ফাইনাল (১৯৮৬ ও ১৯৯০), যার একটিতে জিতেছেন।

৬৬

বিশ্বকাপে খেলা ওই ২১ ম্যাচে ম্যারাডোনা তৈরি করেছিলেন ৬৬টি সুযোগ। ১৯৬৬ বিশ্বকাপের পর এত সুযোগ আর কেউ তৈরি করতে পারেননি।

১৫২

ডিফেন্ডাররা প্রায়ই ম্যারাডোনাকে আটকে ফাউল করতেন। না পারলে এমনিতেই লাথি মারতেন পায়ে। যে কারণে বিশ্বকাপে ম্যারাডোনা একাই ফাউলের শিকার হয়েছেন ১৫২ বার, যা ১৯৬৬ বিশ্বকাপ পর থেকে সর্বোচ্চ ফাউলের রেকর্ড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত