X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

মারামারির ঘটনায় ইংল্যান্ড দল থেকে বাদ ম্যাগুয়্যার

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২০, ১৫:৩০আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৯:১১

হ্যারি ম্যাগুয়্যার। মারামারিতে জড়িয়ে দোষী সাব্যস্ত হয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়্যার। পুলিশ কর্মকর্তার ওপর হামলা, ঘুষ সাধা ও গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগে তাকে ২১ মাস ১০ দিনের স্থগিত কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এর ফলে ইংলিশ ফুটবলারকে জেলে যেতে হচ্ছে না যদিও, কিন্তু বিতর্কিত কাণ্ডের জন্য তাকে নেশন্স লিগের দল থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

ঘটনা বেশি দিনের নয়। কয়েকদিন আগেই ছুটি কাটাতে গ্রিসের অবকাশ যাপন কেন্দ্র মাইকোনোস দ্বীপে গিয়েছিলেন ম্যাগুয়্যার। সেখানেই তিনি একটি দলের সঙ্গে মারামারিতে জড়ান। স্থানীয় পুলিশের অভিযোগ, তারা যখন ম্যাগুয়্যারকে মাটিতে ধরে থামাতে চান, তাদের ওপরও হামলা করে বসেন ম্যাগুয়ের। দু’জন পুলিশকে লাথি, ঘুষিও মারেন তিনি। তাদেরকে ঘুষও নাকি সেধেছেন।

এর পরেই ম্যাগুয়্যারকে যেতে হয় জেলে। সেখানে দুই রাত কাটিয়ে জামিন পেলেও মঙ্গলবার শুনানি শেষে তাকে স্থগিত সাজা দেওয়া হয়। যেহেতু এটা তার প্রথম অপরাধ, তাই ৩ বছর পর্যন্ত সাজাটি স্থগিত থাকছে। তবে এই সময়ে একই কাণ্ডের পুনরাবৃত্তি করলে তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে।

এই রায় শোনার পরই সাউদগেট জানান, সবার স্বার্থ বিবেচনা করে ওকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য শুনানি যখন চলছিল, একই দিন তাকে রেখেই শুরুতে দল ঘোষণা করেছিলেন ইংলিশ কোচ। কিন্তু রায় শোনার পর মতামত পাল্টান তিনি।

ম্যাগুয়্যার অবশ্য জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজার বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস
হাজার বাউন্ডারিতে আইপিএলে কোহলির ইতিহাস
ভারতে সাফের আগে বাংলাদেশের জোর প্রস্তুতি
ভারতে সাফের আগে বাংলাদেশের জোর প্রস্তুতি
ভোজ্যতেলের দাম বাড়াতে সরবরাহে কারসাজি?
ভোজ্যতেলের দাম বাড়াতে সরবরাহে কারসাজি?
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার, পুলিশে সোপর্দ
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার, পুলিশে সোপর্দ
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত