X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

১৪ বছরের রোমাঞ্চকর ভ্রমণে সমর্থকদের ধন্যবাদ সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ২০:৪৩আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:৪৬

১৪ বছরের রোমাঞ্চকর ভ্রমণে সমর্থকদের ধন্যবাদ সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেক সাফল্যের রূপকার সাকিব আল হাসান। তার হাত ধরে এসেছে অবিস্মরণীয় অনেক জয়। গত ৬ আগস্ট এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে পূরণ করেছেন ১৪ বছর। পূর্তির চার দিন পর আজ (সোমবার) নিজের ফেসবুক পেজে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

২০০৬ সালের ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে যাত্রা করেছিলেন সাকিব। একই বছরের নভেম্বরে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি ক্রিকেটার প্রায় ৬ মাস পর ২০০৭ সালের ১৮ মে চট্টগ্রামে ভারতের বিপক্ষে খেলেন প্রথম টেস্ট। দীর্ঘ পথ পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

১৪ বছর ধরে আন্তর্জাতিক আঙিনায় নিজের সেরাটা দিয়ে ক্রিকেট বিশ্বে আলাদা জায়গা তৈরি করা সাকিবের কাছে প্রতিটি দিন ছিল রোমাঞ্চকর। আর এই যাত্রায় সমর্থকরা সবসময় পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব।

নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকদিন। গত ১৪ বছরের প্রত্যেকটি দিন আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই জুগিয়েছে পথচলার অনুপ্রেরণা।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও, নতুন উদ্যমের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।’

করোনার কারণে খেলা বন্ধ, সাকিব অবশ্য ক্রিকেটের বাইরে নিষেধাজ্ঞার কারণে। জুয়াড়ির প্রস্তাব পাওয়ার কথা গোপন রাখায় আইসিসি তাকে এক বছর নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী অক্টোবরে তার ক্রিকেটে ফেরার কথা। যদিও তার আগেই অনুশীলনে ফেরার পরিকল্পনা এই ক্রিকেটারের। এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে আছেন পরিবারের সঙ্গে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর
আবার ঝলক দেখিয়ে রিশাদের ৩ উইকেট
আবার ঝলক দেখিয়ে রিশাদের ৩ উইকেট
যশোরে ১৪ বাড়িতে হামলা-লুটপাট, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
যশোরে ১৪ বাড়িতে হামলা-লুটপাট, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সর্বাধিক পঠিত
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ