X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

কানেরিয়াকে বাঁচাতে পারে একমাত্র ইসিবি!

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২০, ২২:১৬আপডেট : ১০ জুলাই ২০২০, ২২:১৬

দানিশ কানেরিয়া। আজীবনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আবেদন করেছিলেন দানিশ কানেরিয়া। পিসিবি অবশ্য সরাসরিই বলে দিয়েছে, এক্ষেত্রে কিছুই করার নেই তাদের! কারণ শাস্তিটা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই ইসিবির কাছেই দ্বারস্থ হতে বলা হয়েছে নিষিদ্ধ প্রাপ্ত এই ক্রিকেটারকে।

কানেরিয়ার ঘটনাটি মোটেই নতুন নয়। ২০০৯ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে গিয়েই স্পট-ফিক্সিংয়ের মতো অপরাধ করে বসেন। যে জন্য ২০১২ সালে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ইসিবি।

পিসিবি তাই ইসিবির দুর্নীতি বিরোধী আইনটি স্মরণ করে দিয়েছে নিজেদের বিবৃতিতে। সেখানে স্পষ্টই বলা আছে, আর্টিকেল ৬.৮ অনুযায়ী ইসিবির যে ট্রাইব্যুনাল তাকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে। সেই ট্রাইব্যুনাল প্রধানই তাকে পুনরায় খেলার অনুমতি দিতে পারে।

তাই পিসিবি বলেছে, ‘ইসিবির দুর্নীতি বিরোধী আইনের ৬.৮ ধারা অনুযায়ী পিসিবি আপনাকে ইসিবির সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছে।’

দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে পাকিস্তান টেস্ট দলে খেলেছিলেন কানেরিয়া। লেগ স্পিনার হিসেবে তার অর্জনও কম নয়। নিষেধাজ্ঞার আগে নিয়েছেন ২৬১টি উইকেট!  এই নিষেধাজ্ঞার ফলে পেশাগতভাবে তো অবশ্যই, ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি তার। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে অভিযোগ স্বীকার করে নেন তিনি। তাই পিসিবির ভাষ্য, একমাত্র ইসিবিই তার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
পশ্চিমাদের হয়ে সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছিল পাকিস্তান, প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি
পশ্চিমাদের হয়ে সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছিল পাকিস্তান, প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি
পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার
পল্লবীতে কিশোর গ্যাং প্রধান আশিক গ্রেফতার
অগ্রিম কর পরিশোধের চিঠি ও করদাতার করণীয়
অগ্রিম কর পরিশোধের চিঠি ও করদাতার করণীয়
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা