X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জেমি ডের নতুন চুক্তি: কী বলছেন ফুটবলাররা

তানজীম আহমেদ
১৬ জুন ২০২০, ২৩:৪২আপডেট : ১৬ জুন ২০২০, ২৩:৪২

জেমি ডের নতুন চুক্তি: কী বলছেন ফুটবলাররা প্রধান কোচ জেমি ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বাফুফে, বিষয়টি অনুমিতই ছিল। জাতীয় দলের কোচও আগে থেকেই শিষ্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। যখন যাকে প্রয়োজন, সেই অনুযায়ী ফিটনেস রক্ষায় জোর দিয়ে যাচ্ছিলেন। এমনিতে ডের সঙ্গে তপু-সোহেলদের সমন্বয় ভালো, আরও দুই বছর ইংলিশ কোচকে পাওয়ায় স্বভাবতই খুশি তারা।

ডে আসার পর জাতীয় দল উন্নতির রেখা দেখতে পেয়েছে। মাঠে অন্তত ৯০ মিনিট লড়াই করতে পারে এখন দল। খেলোয়াড়দের ফিটনেসেও এসেছে পরিবর্তন। তার অধীনে বাংলাদেশ ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যেখানে ৮ জয় ও ২ ড্রয়ের বিপরীতে হার ৯টিতে।

এমন কোচকে আগামী দুই বছরের জন্য পেয়ে উচ্ছ্বসিত ডিফেন্ডার তপু বর্মণ, ‘আমাদের সবার জন্য ভালো হয়েছে। তার অধীনে খেলতে আমরা অভ্যস্ত, সবকিছু মুখস্ত আমাদের। দীর্ঘমেয়াদে কোচ থাকাতে ইতিবাচক দিকই বেশি বলব আমি।’

নিজের অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞ ডিফেন্ডার বলেছেন, ‘আমি অনেক কোচের অধীনে খেলেছি। ডে আসলে খেলোয়াড়দের সঙ্গে বেশ ফ্রেন্ডলি। মিশে যান সহজেই। যে কোনও সমস্যা হলে তার কাছে বলা যায়। উনি নিজেই জানতে চান অনেক সময়। তবে ফ্রেন্ডলি হলেও ডিসিপ্লিন নিয়ে কোনও ছাড় নেই। এছাড়া ফিটনেস নিয়েও সবসময় সতর্ক থাকেন তিনি।’

মিডফিল্ডার সোহেল রানাও দীর্ঘমেয়াদে কোচকে পেয়ে খুশি, ‘নিঃসন্দেহে ডে ভালো কোচ। আমাদের মধ্যে সমন্বয়টা দারুণ। দীর্ঘমেয়াদে কোচ থাকলে আমাদের জন্য সুবিধা বেশি। আসলে শর্ট-কাট কোনও রাস্তাই সফলতা বয়ে আনে না। আশা করছি আগামী দুই বছরে তার অধীনে আমরা আরও ভালো করতে পারব।’

ডে প্রতিপক্ষ ‍বুঝে নিজের খেলার কৌশল সাজিয়ে থাকেন। সাধারণত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবলই তার বেশি পছন্দ। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় অনেক সময় আক্রমণাত্মক কৌশলেও খেলিয়ে থাকেন সাদ-জীবনদের।

সোহেল রানা তাই বলেছেন, ‘ডের মধ্যে অনেক ভালো দিক রয়েছে। প্রতিপক্ষকে আগে থেকে কিছুটা বুঝতে পারেন তিনি। সেই অনুযায়ী আমরা খেলে থাকি। প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে তার সেরাটা বের করে আনার সামর্থ্য আছে ডের।’

অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানার অভিমত, ‘দুই বছর থাকছেন তিনি। এটা আমাদের জন্য ভালো খবর। দীর্ঘমেয়াদে থাকলে সবার জন্য ভালো। তার অনেক গুণ। তিনি আমাদের সব দিক খেয়াল করেন। কারও কোনও সমস্যা হলে সেটা সমাধানের চেষ্টা থাকে। এই যেমন হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রাখেন। ফিটনেস নিয়ে কী করছি, তা জানতে চান। নিজেই আবার নির্দেশনা দিয়ে দেখতেও চান। তার অধীনে আমরা ভালো করছি, আশা করছি সামনের দিকেও ভালো করতে পারব।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিকের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু
গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিকের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু
মগবাজারে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা
মগবাজারে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা
চীনের ওপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
চীনের ওপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
খুলনায় অজ্ঞাত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০