X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ১৫ বছর, আসছে বিশেষ ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২০, ১৫:১৩আপডেট : ২৬ মে ২০২০, ১৫:১৮

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ১৫ বছর, আসছে বিশেষ ঘোষণা বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় কে? এক বাক্যে উত্তরটা আসবে- মুশফিকুর রহিম। সেই ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে অনুশীলনেও তিনি থাকেন ম্যাচের মতো ‘সিরিয়াস’। পরিণত হয়েছেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়ে। ৩৩ বছর বয়সী এই উইকেটকিপার আজ আন্তর্জাতিক ক্রিকেটে পূরণ করলেন ১৫ বছর। এই উপলক্ষে আজ রাতে বিশেষ ঘোষণা আসছে তার কাছ থেকে।  

মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকের। আর সেই অভিষেকটাও হয়েছে স্বপ্নের মতো। ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন প্রথম টেস্ট। ওই সফরের সুযোগটাও এসেছিল তার নাটকীয়ভাবে। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সঙ্গে স্বাগতিক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ ওয়ানডের জন্য ঘোষিত ২০ জনের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না মুশফিক। এর ওপর আবার উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ ছিলেন খালেদ মাসুদ। তবুও ভবিষ্যতের কথা চিন্তা করে তরুণ মুশফিক সুযোগ পেয়ে যান ইংল্যান্ডগামী স্কোয়াডে।

সেই শুরু, এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে মুশফিক এখন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। গত কয়েক বছরে নিজেকে নিয়ে গেছেন আরও ওপরে। নেতৃত্ব দিয়েছেন দেশকে। লর্ডসে স্টিভ হার্মিসনের বাউন্সারের সামনে পরীক্ষা দেওয়া সেদিনের মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে পার করে দিলেন ১৫ বছর।

বিশেষ এই উপলক্ষে বিশেষ ঘোষণা আসছে মুশফিকের কাছ থেকে। নিজের ফেসবুক পেজে এই ব্যাটসম্যান বলেছেন, ‘অনেকেই হয়তো জানেন, ২৬ মে আন্তর্জাতিক ক্রিকেটে আমার ১৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদের জন্য বিশেষ ঘোষণা দিতে যাচ্ছি, আমি নিশ্চিত আপনাদের সবার ভালো লাগবে। চমক শুনতে (আজ) বাংলাদেশ সময় রাত ১০টায় আমার ফেসবুক পেজে যোগ দিন।’

২০০৫ সালে টেস্ট দিয়েই প্রথমবার গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের জার্সি। এরপর ক্রিকেটের লম্বা সংস্করণে খেলে ফেলেছেন ৭০ ম্যাচ। ৩৬.৭৭ গড়ে করেছেন ৪ হাজার ৪১৩ রান। ৭ সেঞ্চুরির সঙ্গে আছে ২১টি হাফসেঞ্চুরি, যেখানে সর্বোচ্চ স্কোর অপরাজিত ২১৯।

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে আঙিনায় পা রাখেন মুশফিক। ৫০ ওভারের ক্রিকেটে খেলা ২১৮ ম্যাচে ৩৬.৩১ গড়ে করেছেন ৬ হাজার ১৭৪ রান। ১৪৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলা এই উইকেটকিপারের আছে ৭ সেঞ্চুরির সঙ্গে ৩৮ হাফসেঞ্চুরি। আর ৮৬ টি-টোয়েন্টিতে মুশফিকের রান ১ হাজার ২৮২।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ১৪৭৩৮ জন
এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ১৪৭৩৮ জন
আইপিএলে চেন্নাইয়ের নেতৃত্বে ফিরলেন ধোনি
আইপিএলে চেন্নাইয়ের নেতৃত্বে ফিরলেন ধোনি
ঢামেকের সামনে ফুটপাত থেকে একজনের মরদেহ উদ্ধার
ঢামেকের সামনে ফুটপাত থেকে একজনের মরদেহ উদ্ধার
সবুজ প্রবৃদ্ধির জন্য কৌশলগত অংশীদারত্বের ওপর জোর পরিবেশ উপদেষ্টার
সবুজ প্রবৃদ্ধির জন্য কৌশলগত অংশীদারত্বের ওপর জোর পরিবেশ উপদেষ্টার
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল: বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে?
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল: বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে?
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
ঢাকা লিগে আজ যে কাজ হয়েছে, সেটা দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে: ইমরুল
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
বগুড়ায় টিএমএসএসএ’র দখলে থাকা করতোয়া নদীর ১৭ একর জমি উদ্ধার
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত