X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

করোনাভাইরাস: তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান ম্যাচ চান শোয়েব

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২০, ২০:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:২৬

করোনাভাইরাস: তহবিল বাড়াতে ভারত-পাকিস্তান ম্যাচ চান শোয়েব প্রতিবেশী দেশ, কিন্তু হয় না দ্বিপাক্ষিক সিরিজ। ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই উত্তেজনা ঠাসা হলেও দর্শকদের সেখার সুযোগ কোথায়! বহুদিন না দেখা সেই সিরিজই আয়োজনের প্রস্তাব দিলেন শোয়েব আখতার। করোনাভাইরাসের জন্য গঠন করা ত্রাণ তহবিল বাড়াতে দুই দেশের ক্রিকেট লড়াই বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক পাকিস্তানি পেসার।

রাজনৈতিক বৈরিতায় ২০০৭ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। আইসিসির ইভেন্ট ও এশিয়া কাপেই কেবল দেখা হয় প্রতিবেশী দেশ দুটির। তবে করোনাভাইরাসের প্রভাবে কঠিন সংকটের মুহূর্তে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রয়োজনীয়তা অনুভব করছেন আখতার। মৃত্যুর মিছিলের সঙ্গে নিম্ন আয়ের ও অসহায় মানুষেরা কষ্টের জীবন পার করছেন। তাদের জন্য গঠন করা হয়েছে বিভিন্ন তহবিল। সেটি আরও বাড়াতে ভারত-পাকিস্তানের ম্যাচ চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

ইসলামাবাদ থেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আখতার বলেছেন, ‘এই সংকটময় সময়ে আমি (ভারত-পাকিস্তানের) তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাব করছি। দুই দেশের কেউই এই ম্যাচ আয়োজন নিয়ে মন খারাপ করবে না। যদি বিরাট (কোহলি) সেঞ্চুরি করে, আমরা (পাকিস্তানিরা) খুশি হবো, আবার বাবর আজম সেঞ্চুরি করলে আপনারা (ভারতীয়রা) খুশি হবেন। মাঠে যাই ঘটুক, দুই দলই হবে বিজয়ী।’

মূলত তহবিল সংগ্রহের জন্যই সাবেক পেসারের এই পরিকল্পনা, ‘ভারত-পাকিস্তান ম্যাচের প্রচুর দর্শক আছে। অনেকদিন পর দুই দেশ একে অন্যের বিপক্ষে খেলবে, এতে তহবিলে যত অর্থ জমা হবে ভারত ও পাকিস্তান সরকার সমানভাবে ভাগ করে নেবে।’

কঠিন এই সময়ে সিরিজ আয়োজন সম্ভব নয়, তবে করোনার ভয়াবহতা শেষ হলে এটি করার প্রস্তাব তার, ‘এখনই হয়তো সম্ভব নয়, যখন সবকিছু ভালো হয়ে উঠবে, তখন নিরপেক্ষ ভেন্যু যেমন দুবাইতে খেলা আয়োজন করা যেতে পারে। এজন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা থাকতে পারে। কে জানে এই ম্যাচের মাধ্যমে হয়তো দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিরও উন্নতি হয়ে গেল!’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগে যবিপ্রবি শিক্ষক বরখাস্ত
ধর্ষণের অভিযোগে যবিপ্রবি শিক্ষক বরখাস্ত
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতারা বিএনপিকে দায় দিচ্ছে: ছাত্রদল
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতারা বিএনপিকে দায় দিচ্ছে: ছাত্রদল
শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, লাঠিপেটায় আহত ৩০
শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, লাঠিপেটায় আহত ৩০
শজনে পাতা সম্পর্কে এই ৭ তথ্য জানতেন? 
শজনে পাতা সম্পর্কে এই ৭ তথ্য জানতেন? 
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর