ওস্তাদ ফজলু মারা গেছেন আগেই। তবে তার রেখে যাওয়া হকি একাডেমির কার্যক্রম থেমে নেই। তারই উত্তরসূরিরা ঠিকই এগিয়ে নিচ্ছেন। তার স্মরণে আয়োজিত প্রথম রামাদান কাপ হকির জমকালো ফাইনাল খেলা শেষ হয়েছে। ওস্তাদ ফজলু অরেঞ্জ দল ৮-৪ গোলে ওস্তাদ ফজলু ব্ল্যাক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আরমানিটোলা স্কুলের মাঠে ৫ দলের খেলায় ফাইনাল হয়েছে ৪০ মিনিটের। চার কোয়ার্টারের লড়াইয়ে ম্যাচের ফল নির্ধারিত সময়ে হয়ে যায়।
যদিও প্রথম কোয়ার্টারে ফল ২-২ গোল ছিল। তবে এরপর থেকে বিজয়ী দলের আধিপত্য।
এই টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথি থেকে উপস্থিত ছিলেন ওস্তাদ ফজলু হকি একাডেমির উপদেষ্টা ও বর্তমান আম্পায়ার বোর্ডের সেক্রেটারি কামরুল ইসলাম কিসমত ও বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক হকি তারকা আজিজুল্লাহ হায়দার জামালসহ অন্যরা।