১০ জন নিয়ে দারুণ মনোবলের পরিচয় দিয়ে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের শিরোপা হাতছাড়া হতে দেয়নি। টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ট্রফি জিতে ঢাকায় ফিরেছে। এমন একটি জয়ের আশায় ছিল সবাই। বিশেষ করে ক্লাবের রোমানিয়ান কোচ তিতে।
এই মৌসুমে এসে লিগ হাতছাড়া। ঝড়ে স্থগিত হওয়া ফেডারেশন কাপের ফাইনালে শেষ ১৫ মিনিটে কী হবে এনিয়ে চিন্তা ছিল। তাই তো জয়ের পর তিতের উল্লাসও ছিল দেখার মতো। ময়মনসিংহের মাঠে খেলোয়াড়দের মাঝে গোল হয়ে আনন্দ উদযাপন করলেন। শূন্যে উঁচিয়ে তাকে নিয়ে তপু-সাদদের খুশিও কম ছিল না। ম্যাচ শেষে কোচ বলেছেন, ‘এই জয়ে আমি ভীষণ খুশি। গত সাত দিন আমি ঠিকমতো ঘুমাইনি। এই ম্যাচের আগে আমি মাত্র এক ঘণ্টা ঘুমিয়েছি। এটা ফাইনাল, আমি কোচ, আমার জন্য এটা সহজ নয়। সবাই শুধু বসুন্ধরা কিংস নিয়ে কথা বলে, কিন্তু তাদের বুঝতে হবে এই বসুন্ধরা কিংস আগের বসুন্ধরা কিংস নয়, অন্য একটা বসুন্ধরা কিংস। আমরা অনেক বাঁকবদলের মধ্য দিয়ে যাচ্ছি।’
এরপরই যোগ করে সামনের পরিকল্পনা জানিয়ে দিলেন তিতে, ‘এর আগে আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ জিতেছি, এবার ফেডারেশন কাপ জিতলাম। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার। আমি মিগেলকে পাইনি একমাস, তারিককে পাইনি, সে দারুণ খেলোয়াড়। এটা সহজ ছিল না।’
ফাইনাল নিয়ে তার কথা, ‘সেদিন যখন ফাহিমকে লাল কার্ড দেওয়া হলো, তার আগে ফাউল করেছিল ইনসান আলী। আমি হলুদ বা লাল কার্ড নিয়ে কথা বলতে চাই না। কিন্তু কার্ড তো ফাহিমের পাওয়ার কথা ছিল না। তবে ফুটবলে এগুলো হয়ই। এখন এই শিরোপার কারণে আমরা এএফসি কাপে খেলার সুযোগ পেতে পারি।’