রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুডিগার দুই মাসের জন্য ছিটকে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে।
গত শনিবার কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে রিয়ালের হারের ম্যাচে অতিরিক্ত সময়ে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয় রুডিগারকে। পরে মাঠে আইসব্যাগ ছুড়ে ও রেফারির সঙ্গে তর্কে লিপ্ত হতে গেলে লাল কার্ড দেখেন তিনি।
ব্যান্ডেজ লাগিয়ে কিছু সময় খেলা রুডিগার পরে তার আচরণের জন্য ক্ষমা চান।
রিয়াল এক বিবৃতি দিয়ে রুডিগারের অস্ত্রোপচারের খবর নিশ্চিত করেছে। তবে তার ফেরার সময়সীমা জানাতে পারেনি।
তবে বিভিন্ন সূত্রে ইএসপিএন জানিয়েছে, রুডিগার দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। তাতে করে লা লিগা মৌসুমের বাকি অংশে আর খেলবেন না তিনি। এমনকি ক্লাব বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ক্লাবের লক্ষ্য প্রাক মৌসুমে এই সেন্টার ব্যাককে পূর্ণ ফিট পাওয়া। কোনও ঝুঁকি নিতে চায় না তারা। তবে রুডিগার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, মাদ্রিদের সঙ্গে ক্লাব বিশ্বকাপে খেলতে যা প্রয়োজন সেটাই করবেন তিনি। খেলতে চান জার্মানির সঙ্গে নেশন্স লিগেও।
আগামী ১৮ জুন ফ্লোরিডায় আল হিলালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে রিয়াল। তারপর পাচুকা ও আরবি সলজবুর্গের সঙ্গে গ্রুপের বাকি খেলা।