X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
চ্যাম্পিয়ন্স লিগ, সেমিফাইনাল

আজ আর্সেনাল-পিএসজি দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৪:১৫

জায়ান্ট রিয়াল মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাম লিখিয়েছে আর্সেনাল। আজ মঙ্গলবার তাদের সামনে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। যে দলটিকে গ্রুপ পর্বে আর্সেনাল ২-০ ব্যবধানে হারিয়েছে। পিএসজি কি পারবে সেই হারের বদলা নিতে? সেমির প্রথম লেগের ম্যাচটা মাঠে গড়াবে রাত ১টায়।

আর্সেনাল-পিএসজি ইউরোপ সেরার টুর্নামেন্টে আগে কখনও শিরোপা ঘরে তোলেনি। পিএসজি তো মেসি, নেইমার, এমবাপ্পেদের নিয়েও পারেনি। টানা দ্বিতীয়বার সেমির মঞ্চে তারা। আর্সেনালের বিপক্ষে ম্যাচ দেখে লুই এনরিকে বলেছেন, অক্টোবরের সেই পরাজয়ের পর ফরাসি ক্লাবটি আরও উন্নতি করেছে, ‘সেটা তো সাত-আট মাস আগের কথা। ম্যাচটা দেখেছি। এখন আমরা আরও ভালো দল।’

ফরাসি জায়ান্টরা ঘরোয়া লিগে বরাবরই রাজত্ব করে বেরায়। এই মাসে লিগ ওয়ানে নিশ্চিত করেছে টানা চতুর্থ শিরোপা। তবে সম্প্রতি নঁতের সঙ্গে ড্র ও শুক্রবার নিসের কাছে পরাজয়ে কিছুটা ধাক্কা খেয়েছে। তবে ম্যাচের আগে এসবকে গুরুত্ব দিচ্ছেন না এনরিকে, ‘এটা আমাকে ভাবাচ্ছে না। দল যেভাবে উজ্জীবিত আছে সেটা কিন্তু অসাধারণ। এই দলে একমাত্র দুঃখী মানুষটা বোধহয় আমি। তাহলে কল্পনা করুন বাকিরা কী ভাবছে।’

২০১১ সালে কাতারি মালিকানাধীন হওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয়কেই নিজেদের লক্ষ্য বানিয়েছে পিএসজি।তাতে বাড়তি চাপ থাকে সব সময়। এনরিকে অবশ্য চাপকে গুরুত্ব দিচ্ছেন না, ‘এই চাপ আমাদের গলা চেপে ধরছে না। কারণ আমাদের সেই উচ্চাকাঙ্ক্ষা আছে। আমরা যখন ইতিহাস গড়ার কথা বলি, তখন বলি এমন কিছু করা উচিত যা আগে কেউ করেনি।’

আর্সেনালের সর্বোচ্চ সাফল্য বলতে ২০০৬ সালের ফাইনাল। প্রথম লেগের ম্যাচটা হবে তাদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। গ্রুপ পর্বে এই পিএসজিকে হারানোকে বড় প্রেরণা হিসেবে দেখছেন দলটির কোচ মিকেল আর্তেতা, ‘পিএসজির বিপক্ষে যে ম্যাচ খেলেছি, সেখান থেকে অনেক ইতিবাচক দিক আছে নেওয়ার মতো। আসন্ন ম্যাচের কথা ভাবলে এটা বলা যায় ভালো প্রস্তুতি।’

আর্তেতা মনে করেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্নাব্যু জয় তাদের মাঝে আত্মবিশ্বাসটা ছড়িয়ে দিয়েছে, ‘প্রতিটি ম্যাচ থেকেই শিক্ষার অনেক কিছু আছে। বার্নাব্যুতে গিয়ে খেলা বড় পরীক্ষার একটি। সেখানে এমন কিছু অর্জন যা আগে হয়নি, সেটা অবশ্যই আমাদের মাঝে অনেক আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার সঞ্চার করেছে।’  

/এফআইআর/  
সম্পর্কিত
রাইস জানতেন রিয়ালকে হারাতে পারবে আর্সেনাল
রোমাঞ্চকর ড্রয়ে বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে ইন্টার
রিয়ালকে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে আর্সেনাল
সর্বশেষ খবর
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা করবে রাজউক
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা করবে রাজউক
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ছিনতাই করতো তারা
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ছিনতাই করতো তারা
২৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি, ‘উদ্দেশ্যমূলক’ মামলা তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের দাবি
২৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি, ‘উদ্দেশ্যমূলক’ মামলা তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের দাবি
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
সর্বাধিক পঠিত
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন