কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার শিরোপা জয়ের মঞ্চ গড়ার ভূমিকায় ছিলেন লামিনে ইয়ামাল। প্রথম দুটি গোল বানিয়ে দিয়েছিলেন। সতীর্থ রোনাল্ড আরাউহোকে আগেই বলেছিলেন, এই বছর তাদের সামলাতে পারবে না রিয়াল মাদ্রিদ।
এল ক্লাসিকোতে ৩-২ গোলে জেতা ম্যাচে পেদ্রিকে প্রথম গোলটি বানিয়ে দেন ১৭ বছর বয়সী ইয়ামাল। তার পর তোরেসের সমতা ফেরানো গোলেও ছিল তার অবদান। তার পর অতিরিক্ত সময়ে কুন্দের গোলে উৎসবে মাতে কাতালান দল। ম্যাচের পর ইয়ামাল বলেছেন, ‘হোটেলে সতীর্থ রোনাল্ড আরাউহোকে আগে বলেছিলাম, যদি রিয়াল মাদ্রিদ এক গোল করে সমস্যা নেই। যদি দুটি গোল করে? তখনও সমস্যা নেই। কারণ এই বছর ওরা আমাদের সামলাতে পারবে না- আমরা সেটা আগেই দেখিয়েছি।’
ইয়ামাল যেমনটা বলেছেন সেটা সত্যিই। মৌসুমে এটা ছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বার্সার তৃতীয় জয়। অক্টোবরে বার্নাব্যুতে লা লিগায় তাদের উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কোপাতেও লস ব্লাঙ্কোসদের বিধ্বস্ত করেছে ৫-২ গোলে। লিগে পরবর্তী সাক্ষাৎ আগামী ১১ মে।
তাদের পারফরম্যান্স নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিকও প্রশংসায় পঞ্চমুখ, ‘তারা সব কিছুর জন্য লড়াই করছে। তারা হাল ছাড়ছে না এটাই অবিশ্বাস্য। সবাই এই দলটার জন্য গর্বিত। তারা এর যোগ্যও। এই জয় আমাদের জন্য বিশাল।’
সর্বশেষ শিরোপার পর এখন চাইলে মৌসুমটা ট্রেবল জিতে শেষ করতে পারে বার্সেলোনা। লা লিগায় রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্টে এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের। বার্সা কোচ বলেছেন, এই জয় দলের মাঝে শিরোপা জয়ের সাহস ও আত্মবিশ্বাস আরও ছড়িয়ে দেবে। কিন্তু এখনই মনে মনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্বপ্ন আঁকছেন না তিনি, ‘ওই স্বপ্ন স্পর্শ করতে এখনও দুটি কঠিন ম্যাচ বাকি। তবে সর্বশেষ জয়টা ছিল অসাধারণ। পুরো দিন এক অনন্য উচ্ছ্বাস ছড়িয়ে ছিল। যখন স্টেডিয়াম গেলাম, রাস্তার দু’পাশে ভক্তদের উল্লাস, আনন্দধ্বনি- সব মিলিয়ে এক মনোমুগ্ধকর অনুভূতি।’