X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৩

রেফারির বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের একাট্টা অবস্থানের কারণে কোপা দেল রে ফাইনালে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন উঠেছিল। শেষ মুহূর্তে সেই রেফারির দিকে কিছু একটা ছোড়ার পর তেড়ে গিয়ে লাল কার্ড দেখলেন আন্তোনিও রুডিগার। ততক্ষণে ম্যাচ বার্সেলোনার হাতের মুঠোয়। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়ালের খেলা। এমন উত্তেজনা তো বাড়াবাড়ি নয়। পুরো ম্যাচে পারফরম্যান্স দিয়েও উত্তেজনায় ভরিয়ে রেখেছিল দুই দল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের খেলা চার মিনিট বাকি থাকতে জুলেস কোন্দের গোল গড়ে দিয়েছে পার্থক্য। ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হলো কাতালান জায়ান্টরা। টুর্নামেন্টের ৩২তম ট্রফি জিতে এবারের মৌসুমে ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রাখলো হ্যান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য দেখায় বার্সেলোনা। বল দখলে এগিয়ে তো ছিলই, রিয়ালের এক শটের বিপরীতে তারা লক্ষ্যে বল রেখেছিল ৯ বার। এর মধ্যে থিবো কোর্তোয়া কোন্দেকে ঠেকিয়ে রিয়ালকে বাঁচালেও ২৮তম মিনিটে পেদ্রিকে আটকাতে পারেননি। বক্সের ডানপাশ থেকে লামিনে ইয়ামালের বাড়ানো পাসে রিয়াল কিপারকে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার।

সাত মিনিট পর জুড বেলিংহামের গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশায় ডোবে রিয়াল। বিরতির আগে যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়র বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন জানায় রিয়াল। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আগেই অফসাইডে থাকায় তা বাতিল করা হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

এমবাপ্পের গোল

হাফটাইমে রদ্রিগোর বদলি হন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড রিয়ালকে ম্যাচে ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহাকে থামান কোর্তোয়া। কিছুক্ষণ পর ভিনিসিয়ুসের শট বার্সা কিপার উজচেখ শেসনি ঠেকাতে না পারলেও কাছের পোস্টে আঘাত করে।৫৪ মিনিটে বক্সের ভেতরে বাঁ দিক থেকে এমবাপ্পের একটি শট ঠেকিয়ে লিড ধরে রাখেন কাতালান কিপার। ৬৮ মিনিটে বক্সের বাইরে ডি ইয়াং ফাউল করেন ফরাসি ফরোয়ার্ডকে। হলুদ কার্ডও দেখেন বার্সা ডিফেন্ডার। ৭০ মিনিটের ওই ফ্রি কিক থেকে উঁচু শটে বার্সার জাল কাঁপান এমবাপ্পে।

সাত মিনিট পর কর্নার থেকে আরদা গুলারের ভাসানো বলে লাফিয়ে হেড করে জালে বল ঠেলে দেন অরেলিয়েন শুয়োমেনি। ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় রিয়াল। কিন্তু হাল ছাড়েনি বার্সা। ৮২ মিনিটে ইয়ামালের একটি প্রচেষ্টা ডাইভ দিয়ে রুখে দেন কোর্তোয়া। অবশ্য দুই মিনিট পর তারই বাতাসে ভাসানো বল পেয়ে ফেরান তোরেস ম্যাচ ঘুরিয়ে দেন। রুডিগারের চ্যালেঞ্জ সামলে নিয়েছিলেন তিনি। বল আটকাতে একটু সামনে এগিয়ে আসেন কোর্তোয়া। ঠাণ্ডা মাথায় সাইড স্টেপিংয়ে লক্ষ্যভেদ করেন তোরেস।

তোরেস সমতা ফেরান

খেলা স্বাভাবিকভাবে গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু নাটক জমে ওঠে রাফিনহা পেনাল্টি আদায় করে নিলে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বক্সের ভেতর তাকে ফেলে দেন মার্কো আসেনসিও। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও রিয়ালের দাবির মুখে ভিএআর দেখেন। ইচ্ছাকৃত ডাইভ দেওয়ার প্রমাণ পেয়ে সিদ্ধান্ত পাল্টান রেফারি।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই মদরিচের ভুল পাসে কোন্দেসের জোরালো শট জালে জড়ালে জয় উৎসবে মাতে বার্সা। ১১৬তম মিনিটের গোলে উল্লাসে ফেটে পড়েন ভক্ত-সমর্থকরা। দুই মিনিট পর সৌভাগ্যক্রমে বেঁচে যায় বার্সা। বক্সের ভেতর ফাউলের শিকার হন এমবাপ্পে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও তার আগেই ব্রাহিম দিয়াজের অফসাইডের থাকার কারণে লাইন্সম্যান পতাকা উড়ান।

গোল করে কোন্দের বাধভাঙা উদযাপন

শিরোপা জয়ের আনন্দ নিয়ে আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে খেলবে বার্সেলোনা। লা লিগাতে তারা রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। চলতি মৌসুমে তিনবারের দেখায় সবগুলোতে রিয়ালকে হারিয়েছে কাতালানরা। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে ৫-২ গোলে এবং অক্টোবরে মাদ্রিদের মাঠে লা লিগায় ৪-০ গোলে জিতেছে বার্সা।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর আরেকটি বড় ধাক্কা খেলো রিয়াল। সম্ভবত তাদের সঙ্গে এটিই কোচ কার্লো আনচেলত্তির শেষ ফাইনাল। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার গুঞ্জনের মধ্যেই ইতালিয়ান কোচ শিগগিরই তার ভবিষ্যৎ ঠিক করবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
উপভোগের মন্ত্রে রিয়ালের বিপক্ষে লড়বে বার্সা
আসলেই কি কোপা দেল রে ফাইনাল বয়কট করছে রিয়াল মাদ্রিদ?
সর্বশেষ খবর
শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ২২ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পেছালো
প্লট দুর্নীতিশেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ২২ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পেছালো
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল শুনানির নতুন তারিখ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল শুনানির নতুন তারিখ
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের আরও ৭ সদস্য গ্রেফতার
ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের আরও ৭ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংককে বাড়তি ক্ষমতা
ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুমোদনদুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংককে বাড়তি ক্ষমতা