ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুটি ড্রয়ের পর চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের লড়াই থেকে একটু পিছিয়ে পড়েছিল চেলসি। শনিবার এভারটনকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে আবারও ইউরোপিয়ান মঞ্চে খেলার আশা পুনরুজ্জীবিত করলো তারা।
প্রথমার্ধে নিকোলাস জ্যাকসনের একমাত্র গোলে স্ট্যামফোর্ড ব্রিজে তিন পয়েন্ট আদায় করেছে চেলসি। ১-০ গোলে এভারটনকে হারিয়ে ৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছিল তারা। কিন্তু পরের ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেড ৩-০ গোলে ইপসউইচ টাউনকে হারিয়ে তিনে উঠে গেলে ব্লুরা নেমে গেছে পাঁচে। চারে আছে ম্যানসিটি। তাদের চেয়ে এক পয়েন্ট পেছনে চেলসি। প্রিমিয়ার লিগ থেকে ইপসউইচের অবনমন নিশ্চিত হয়েছে। এবারের লিগ থেকে শীর্ষ পাঁচ দল খেলবে পরের আসরের চ্যাম্পিয়ন্স লিগে।
২৭তম মিনিটে এনজো ফের্নান্দেজের অ্যাসিস্টে জ্যাকসন নিচু কোনাকুনি শট নেন লক্ষ্যে। জর্ডান পিকফোর্ড ডাইভ দিয়েও বল জালে জড়ানো ঠেকাতে পারেননি। চার মাসে জ্যাকসনের প্রথম গোলেই চেলসি জয় পেয়েছে।
এনজো মারেসকার দল আরও গোল পেতে পারতো। কিন্তু এভারটনের জমাট রক্ষণ ও পিকফোর্ড বাধা হয়ে দাঁড়ান। অতিথি দলের কিপার কয়েকটি শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি। ননি মাদুয়েকের শট সেভ করে চমক দেখান তিনি।
শেষ দিকে গোল খেতে বসেছিল চেলসি। ৮৮তম মিনিটে ডুইট ম্যাকনিলের শট আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন চেলসি কিপার রবার্ট সানচেজ। তাতে এগিয়ে থেকেই খেলা শেষ করে চেলসি।