কোপা দেল রের ফাইনালের আগে একপ্রস্থ নাটকই মঞ্চস্থ হয়ে গেলো। রেফারিদের এক সংবাদ সম্মেলন কেন্দ্র করে শোনা যাচ্ছিল শনিবার রাতের শিরোপা নির্ধারণী ম্যাচটা বয়কটই করবে স্প্যানিশ জায়ান্টরা। এমন সম্ভাবনা আরও জোড়ালো হয় যখন তারা শুক্রবার ম্যাচপূর্ব যাবতীয় কার্যক্রম পুরোপুরি বয়কট করে। কিন্তু লস ব্লাঙ্কোস বিবৃতিতে দিয়ে জানিয়েছে, তারা ফাইনাল বয়কটের কোনও পরিকল্পনা করছে না।
ঘটনাটা ঘটেছে দুই রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ও ভিএআর রেফারি পাবলো গঞ্জালেসের মন্তব্যে। শুক্রবার সংবাদ সম্মেলনে মাদ্রিদের নিজস্ব টিভি রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে তাদের নিয়ে সমালোচনামূলক প্রচারণার অভিযোগ করেন।
কোচ কার্লো আনচেলত্তি ও মিডফিল্ডার লুকা মদরিচের শেষ অনুশীলনের আগে ফাইনাল নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। যেহেতু ম্যাচটা হাইপ্রোফাইল এবং প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কিন্তু রিয়াল মাদ্রিদ জানিয়ে দেয়, তারা তাতে অংশ নেবে না এবং অফিশিয়াল ফটোসেশনেও যাবে না। তাতে গুঞ্জন ছড়ায় হয়তো রিয়াল মাদ্রিদ ফাইনালে অংশ নিচ্ছে না! কিন্তু রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানায়, ‘ফাইনাল না খেলার কথা আমাদের ছেলেরা কখনও ভাবেনি।’
রেফারিদের মন্তব্য নিয়ে তাদের কথা, ‘এই ম্যাচের জন্য নিযুক্ত রেফারিদের মাধ্যমে ম্যাচের ২৪ ঘণ্টা আগে দেওয়া দুর্ভাগ্যজনক ও অনুপযুক্ত মন্তব্য একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টকে কলুষিত করতে পারে না। যে ম্যাচ দেখার জন্য শত শত মিলিয়ন মানুষ অপেক্ষা করছে। আমরা সেইসব সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানাই যারা সেভিয়ায় ভ্রমণের পরিকল্পনা করছেন এবং যারা ইতোমধ্যেই আন্দালুসিয়ান রাজধানীতে উপস্থিত আছেন।’
ইএসপিএন জানিয়েছে, রিয়াল মাদ্রিদ এতই ক্ষুব্ধ যে তারা রেফারিং দলের পরিবর্তন চেয়েছিল। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে যোগাযোগ করলে তারা বলেছে, এই ধরনের কোনও অনুরোধের কথা অস্বীকার করেছে।
যা অভিযোগ করেছিলেন রেফারিরা
রেফারিদের সংবাদ সম্মেলনে রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কান্নায় ভেঙে পড়েন যখন তিনি ম্যাচ অফিশিয়ালদের ওপর ব্যক্রিগত আক্রমণের নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলছিলেন। তিনি বলছিলেন, ‘যখন আপনার ছেলে স্কুলে যায় এবং মানুষ তাকে বলে যে তার বাবা চোর, তখন এটি সত্যি ভীষণ ভয়ানক ব্যাপার।’
তিনি আরও বলেছেন, ‘আমি যা করি তা হলো আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করি যে, তার বাবা সম্মানজনক, তিনি আরেকজন ক্রীড়াবিদের মতোই। আমি চাই আমার ছেলে গর্বিত হোক। ... আমাদের সবাইকে ভাবতে হবে আমরা (একটি সমাজ হিসাবে) কোথায় যেতে চাই। এটি খুব কঠিন।’
পাবলো গঞ্জালেস এখানে যোগ করে বলেছেন, ‘ভিডিওতে যা বলা হয়েছে তার চেয়ে বেশি হচ্ছে এর পরিণতি। আমরা সামাজিক মিডিয়ায় অজানা মানুষদের অপমান করতে এবং কোনও ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই হুমকি দিতে দেখছি। ক্লাবের সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা আমাদের পেশার ওপর ক্রমাগত আক্রমণ করছেন, শুধুমাত্র 'লাইক' পাওয়ার জন্য। এটা এই বিশ্বাসের জন্ম দেয় যে আমরা আমাদের সিদ্ধান্তে সৎ নই।’
তিনি আরও বলেন, ‘যখন আপনি চুরি সম্পর্কে কথা বলেন, তাতে আপনি সমর্থকদের মধ্যে যে হতাশা তৈরি করেন, সেটার মূল্য দেয় সেই ছোট ছেলে বা মেয়ে যে একটি হুইসেল তুলে নিয়ে শিশুদের খেলা পরিচালনা করতে যায়। এটা আসলে কারও মাথায় কাউকে টার্গেটে পরিণত করার পরিণতি।’
এ সময় এই রেফারি আরও জানান, যে ভবিষ্যতে স্প্যানিশ রেফারিরা এমন প্রেক্ষাপটে কড়া পদক্ষেপ নিতে পারে।
এটা অবশ্য নতুন নয়। রিয়াল মাদ্রিদ টিভি সাম্প্রতিক বছরগুলিতে ম্যাচের আগে এবং পরে রেফারিদের সিদ্ধান্তের সমালোচনা করে প্রায়শই ভিডিও সম্প্রচার করেছে। যার মধ্যে এই সপ্তাহে দে বুর্গোসের ওপর একটি ফোকাস ছিল — যিনি মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে দুটি আগের ফাইনাল পরিচালনা করেছেন। সেখানে ২০১৭ এবং ২০২৩ সালের স্প্যানিশ সুপারকোপায় ক্লাবের সাথে সম্পর্কিত রেফারিদের অতীত সিদ্ধান্তগুলি হাইলাইট করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে রেফারিং সম্পর্কে একটি আনুষ্ঠানিক অভিযোগ পাঠিয়েছিল মাদ্রিদ।
ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও স্পেনের রেফারিং ব্যবস্থায় ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছিলেন। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি রাফায়েল লৌজান দাবি করেছেন যে পেরেজ তাকে বলেছেন তিনি স্পেনে ইংলিশ ম্যাচ অফিশিয়ালদের কাজ করতে দেখতে চান।