ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদোর মালিকানাধীন রিয়াল ভায়াদোলিদের অবনমন হলো লা লিগা থেকে। বৃহস্পতিবার রিয়াল বেতিসের কাছে ৫-১ গোলে হেরে লিগ থেকে নেমে যেতে হলো তাদেরকে।
রোনালদোর অধীনে সাত বছরে এনিয়ে তৃতীয়বার রেলিগেশনের শিকার ভায়াদোলিদ। সাম্প্রতিক সময়ে ক্লাব বিক্রি করতে তিনি আলোচনা করছেন বলেও শোনা গেছে।
ভায়াদোলিদের ভক্তদের কাছে তীব্র সমালোচিত হচ্ছেন রোনালদো। তার বিরুদ্ধে অভিযোগ, ক্লাবের দিকে তার মনোযোগ নেই। প্রায় সময় অনুপস্থিত থাকেন মাঠে।
শেষ ১৪ ম্যাচের ১৩টি হেরে টেবিলে সবার পরে ভায়াদোলিদ। তার গোল পার্থক্য ঋণাত্মক ৫৭।
ভায়াদোলিদের বাজে মৌসুমের বলি হতে হয়েছে দুজন কোচকে। ডিয়েগো কোকা ও পাউলো পেজ্জালানোকে বরখাস্তের পর ফেব্রুয়ারিতে দায়িত্ব পান ক্লাবটির সাবেক খেলোয়াড় আলভারো রুবিও। তিনি বলেন, ‘আমরা কোনও অজুহাত দেখাতে চাই না। প্রথম বিভাগের পর্যায়ের খেলা আমরা খেলিনি। আমাদের দায় নিতে হবে এবং ভালো কিছু যে করিনি, সেটা স্বীকার করতে হবে। এখন আমাদের সমর্থন দরকার এবং মৌসুমটা মর্যাদা নিয়ে শেষ করতে হবে।’
২০২১ ও ২০২৩ মৌসুমেও ভায়াদোলিদ অবনমিত হয়েছিল। পরের মৌসুমে আবার ঘুরে দাঁড়িয়ে লা লিগায় খেলেছে।