X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

ঢাকায় হামজার অভিষেক, সিঙ্গাপুর ম্যাচ ঘিরে এখনই চাপে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩১

১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ হোম ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুরের। সেই ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে করার সব প্রস্তুতি চলছে। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর ঢাকার মাঠে অভিষেক হবে এই ম্যাচ দিয়ে। এছাড়া সামিত সোম কিংবা কিউবা মিচেলেরও অভিষেক হওয়ার কথা রয়েছে। তাই এখন থেকেই দর্শকদের মাঝে ম্যাচের টিকিট পাওয়া নিয়ে আশা-প্রত্যাশা বেড়ে গেছে। বাফুফেও তা অনুভব করছে।

এই ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার কম্পিটিশন কমিটির এক সভা করেছে ফুটবল ফেডারেশন। 

কম্পিটিশন কমিটির চেয়ারম্যান বাফুফে নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস। সভা শেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হামজার ম্যাচকে সামনে রেখে দর্শকদের আগ্রহ বাড়ছে। এছাড়া অনেক দিন পর এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হবে। এশিয়ান কাপের বাছাই পর্বে আগে ভারতের সঙ্গে ড্র করায় প্রত্যাশাও বেড়েছে। আমরা দর্শক-সমর্থকদের আগ্রহটা বুঝতে পারছি। টিকিট প্রাপ্তি নিয়ে এখনই অনেকে জানতে চাইছেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

সভা শেষে আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল ম্যাচ ও মাঠ নিয়ে বলেছেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’ 

কম্পিটিশন কমিটির সভা

বাফুফেও অনলাইনে টিকিট বিক্রি করতে চাইছে। তাজওয়ার বলেছেন, ‘আমরা অনলাইনে টিকিট বিক্রি করবো। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

টিকিটের দাম ঠিক হয়নি। আসন বিন্যাস ও দাম নিয়ে তিনি বলেন, ‘গ্যালারির (সাধারণ) জন্য আমরা ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবো। এছাড়া অন্য ক্যাটাগরি থাকবে। কোন ক্যাটাগরির টিকিট কত সেটা সব বিবেচনা করেই করা হবে। সমর্থকরা যেন খেলা দেখতে আসতে পারেন এবং টিকিটের মাধ্যমে বাফুফের আয়ও হয়, দুই দিকই বিবেচনা করা হবে।’

১০ জুন ম্যাচের আগে বাফুফে সমর্থকদের জন্য সুন্দর পরিবেশ উপহার দিতে পারবে কিনা এ নিয়ে কম্পিটিশন কমিটির সদস্য বলেন, ‘আজকের দিন পর্যন্ত যা আছে ঠিক আছে। আমরা সপ্তাহে সপ্তাহে সভায় বসবো এবং পর্যবেক্ষণ করবো। সমর্থকদের জন্য আমরা ভালো পরিবেশ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সাইবার বুলিংয়ের শিকার হলে ফুটবলারদের সহায়তা বাফুফের
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নারী ফুটবলাররা 
ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে যা বললেন বাফুফে কর্মকর্তা
সর্বশেষ খবর
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
পদত্যাগ করেননি উল্লেখ করে কুয়েটের প্রো-ভিসি বললেন, ‘আমার অপরাধটা কী?’
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
আড়াইহাজার থানায় ‘টাকা নেওয়া’ আলোচিত সেই ওসি বদলি
১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
কক্সবাজারে বললেন দুই উপদেষ্টা১২ হাজার একর ভূমি ফেরত পাবে বন বিভাগ, বাঁকখালীতে চলবে উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন