X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

ফাহামিদুলকে চায় বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়ে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম শেষ পর্যন্ত থাকতে পারেননি। সৌদি আরব থেকে তাকে ফিরে যেতে হয় ইতালিতে। এনিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই ফাহামিদুলকে জাতীয় দল কমিটি আবারও নেওয়ার কথা বলেছে।

বুধবার সভা থেকে বেরিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘ফাহামিদুলকে নিয়ে আলোচনা হয়েছে, আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করতে। কোচ যদি মনে করে কোনও খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেখানে ফেডারেশনের কোনও হস্তক্ষেপ থাকবে না। আমরা কোচকে প্রাধান্য দিচ্ছি। ফাহামিদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। কোচকে বলেছি তার সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা কোনও কিছু চাপিয়ে দেইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে।’ 

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আগামী ১০ জুন। তার আগে ৩১ মে দল ঘোষণা করবেন কোচ কাবরেরা। সেই দলে ফাহামিদুল থাকেন কিনা এখন দেখার অপেক্ষা।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। 

আমিরুলের ভাষ্য, ‘আমরা ৩১ তারিখ জাতীয় দলকে ডাকবো। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলবো। যেহেতু আমাদের ঢাকাতে খেলা তাই খেলাটা ঢাকায় আয়োজন করতে চাইবো। দুই একদিনের ভেতর ঠিক করা হবে। ইথিওপিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি, তারা আমাদের এখানে আসার আগ্রহ দেখিয়েছে।’

এর আগে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হামজা চৌধুরীর অভিষেকের ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করে। ওই ম্যাচে একাধিক ভুল না হলে জয় নিয়েই দেশে ফিরতে পারতো বাংলাদেশ। এ নিয়ে আমিরুল বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়েছে, কোচের কাছে অনেক কর্মকর্তারা জানতে চেয়েছে। ভুলত্রুটি সংশোধন করে সিঙ্গাপুরের বিপক্ষে যেন ভালো খেলতে পারে সে ব্যাপারে কোচকে উপদেশ দেওয়া হয়েছে।’

কোচকে উপদেশ কিংবা সহায়তার জন্য এবার দল গঠনে একটি সিলেকশন কমিটি গঠন করার কথা ভাবছে ফেডারেশন। সেটি কেমন হবে তা জানিয়েছেন আমিরুল, ‘কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটা সিলেকশন কমিটি বানানো হবে। তারা প্রতিটি খেলা দেখবে। কোন খেলোয়াড়রা কেমন খেলছে সেটা দেখবে।’ 

এছাড়া এদিন আলোচনা হয়েছে জাতীয় দলের জন্য গোলকিপিং কোচ নিযোগ নিয়েও, ‘গোলকিপিং কোচ নিয়ে আলোচনা হয়েছে। সভাপতির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দেশের বাইরে থেকে গোলকিপিং কোচ আনার।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
রানা প্লাজা ট্র্যাজেডির দিনে এলো ‘একটি সূতার জবানবন্দী’
হেফাজত নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আশ্বাস আসিফ নজরুলের
হেফাজত নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আশ্বাস আসিফ নজরুলের
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’