মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়ে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম শেষ পর্যন্ত থাকতে পারেননি। সৌদি আরব থেকে তাকে ফিরে যেতে হয় ইতালিতে। এনিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই ফাহামিদুলকে জাতীয় দল কমিটি আবারও নেওয়ার কথা বলেছে।
বুধবার সভা থেকে বেরিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘ফাহামিদুলকে নিয়ে আলোচনা হয়েছে, আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করতে। কোচ যদি মনে করে কোনও খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেখানে ফেডারেশনের কোনও হস্তক্ষেপ থাকবে না। আমরা কোচকে প্রাধান্য দিচ্ছি। ফাহামিদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। কোচকে বলেছি তার সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা কোনও কিছু চাপিয়ে দেইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে।’
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আগামী ১০ জুন। তার আগে ৩১ মে দল ঘোষণা করবেন কোচ কাবরেরা। সেই দলে ফাহামিদুল থাকেন কিনা এখন দেখার অপেক্ষা।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।
আমিরুলের ভাষ্য, ‘আমরা ৩১ তারিখ জাতীয় দলকে ডাকবো। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলবো। যেহেতু আমাদের ঢাকাতে খেলা তাই খেলাটা ঢাকায় আয়োজন করতে চাইবো। দুই একদিনের ভেতর ঠিক করা হবে। ইথিওপিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি, তারা আমাদের এখানে আসার আগ্রহ দেখিয়েছে।’
এর আগে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হামজা চৌধুরীর অভিষেকের ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করে। ওই ম্যাচে একাধিক ভুল না হলে জয় নিয়েই দেশে ফিরতে পারতো বাংলাদেশ। এ নিয়ে আমিরুল বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়েছে, কোচের কাছে অনেক কর্মকর্তারা জানতে চেয়েছে। ভুলত্রুটি সংশোধন করে সিঙ্গাপুরের বিপক্ষে যেন ভালো খেলতে পারে সে ব্যাপারে কোচকে উপদেশ দেওয়া হয়েছে।’
কোচকে উপদেশ কিংবা সহায়তার জন্য এবার দল গঠনে একটি সিলেকশন কমিটি গঠন করার কথা ভাবছে ফেডারেশন। সেটি কেমন হবে তা জানিয়েছেন আমিরুল, ‘কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটা সিলেকশন কমিটি বানানো হবে। তারা প্রতিটি খেলা দেখবে। কোন খেলোয়াড়রা কেমন খেলছে সেটা দেখবে।’
এছাড়া এদিন আলোচনা হয়েছে জাতীয় দলের জন্য গোলকিপিং কোচ নিযোগ নিয়েও, ‘গোলকিপিং কোচ নিয়ে আলোচনা হয়েছে। সভাপতির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দেশের বাইরে থেকে গোলকিপিং কোচ আনার।’