X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

কোপা দেল রের ফাইনাল দিয়ে ফেরার লক্ষ্য এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৫

গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের ছিটকে যাওয়া ম্যাচটিতে গোঁড়ালির ইনজুরিতে পড়েন কিলিয়ান এমবাপ্পে। তার পর লা লিগায় অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে খেলেননি। খেলবেন না বুধবার গেতাফের বিপক্ষেও। তবে কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ফিরে আসার লক্ষ্য নির্ধারণ করেছেন ফরাসি স্ট্রাইকার। এমন তথ্য জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘বুধবারের ম্যাচের জন্য তারা (এমবাপ্পে ও ফারল্যান্ড মেন্ডি) প্রস্তুত নয়। কিন্তু এই মুহূর্তে তারা অনুশীলনের মধ্যে আছে। আমি মনে করি শনিবারের ম্যাচের আগেই তারা দুজন ফিট হয়ে উঠতে পারবে।’

সান্তিয়াগো বার্নাব্যুতে বিলবাওর বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচটিতে বেশ কিছু মাদ্রিদ সমর্থকের তোপের মুখে পড়েছিলেন এমবাপ্পে। বড় স্ক্রিনে তাকে দেখা গেলেই কিছু সমর্থক দুয়ো দিতে উদ্যত হয়েছেন। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের লজ্জাজনক বিদায় অনেকেই মেনে নিতে পারেনি। এই মুহূর্তে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। 

আনচেলত্তি বলেছেন, ‘ইনজুরির বিষয়টি এমবাপ্পেকে হতাশ করেছে। কারণ সে দলকে পুরোটা সময় সহযোগিতা করতে পারেনি। শনিবারের ম্যাচে ফিরে আসার জন্য এমবাপ্পে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করছে।’

এমবাপ্পে না থাকায় বিলবাওর বিপক্ষে একজন অতিরিক্ত মিডফিল্ডার খেলিয়ে আরও বেশি রক্ষণাত্মক কৌশল নিয়েছিল রিয়াল। যার কারণ হিসেবে আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি এবারের মৌসুমে যা সমস্যা হয়েছে তা সকলেই দেখেছে। নিজেদের খেলার কৌশলও পরিবর্তন করেছি। বিভিন্ন সময়ে দলের ভারসাম্য খুঁজতে গিয়ে আমরা কঠিন সমস্যায় পড়েছি। আশা করছি, সবকিছু কাটিয়ে ভালোভাবে মৌসুমটা শেষ করতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
রিয়ালের ঘুরে দাঁড়ানো মানসিকতার প্রশংসা আনচেলত্তির
রাফিনহার পেনাল্টিতে রোমাঞ্চকর ম্যাচ জিতলো বার্সা
সর্বশেষ খবর
পলক সহ ৩ জন ফের রিমান্ডে
পলক সহ ৩ জন ফের রিমান্ডে
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এসএমই খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে’
‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এসএমই খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে’
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল
সর্বাধিক পঠিত
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
লাহোরের খরুচে বোলিংয়ের রাতে সর্বোচ্চ উইকেট রিশাদের
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’