প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততে হতো। কিন্তু ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে বার্নলির কাছে ২-১ গোলে হেরেছে তারা। তাতে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ ফেরা নিশ্চিত করেছে বার্নলি। এমন ম্যাচের শেষ দিকে এসে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলাদেশি মিডফিল্ডার হামজা।
অবশ্য প্রিমিয়ার লিগে খেলার সুযোগ এখনও আছে শেফিল্ড ইউনাইটেডের। সেক্ষেত্রে তৃতীয় স্থান নিশ্চিত হওয়ায় এখন প্লে-অফের কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হবে।
৮৬ পয়েন্ট নিয়ে মৌসুমে তৃতীয়স্থান নিশ্চিত শেফিল্ডের। তাদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে দুইয়ে থাকা বার্নলি।
শুরুতে স্টোক সিটিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে হামজাদের ওপর তীব্র চাপ সৃষ্টি করে রাখে লিডস। তার পর বার্নলির হয়ে জোড়া গোলে শেফিল্ডকে পরাজিত করতে অবদান রাখেন দলটির অধিনায়ক জশ ব্রাউনহিল। ২৮ মিনিটে ব্রাউনহিলের প্রথম গোলের পর শেফিল্ডকে ৩৭ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন থমাস ক্যানন। কিন্তু বার্নলির তীব্র প্রতিরোধের সঙ্গে পেরে উঠেনি তারা। বিরতির আগে ৪৪ মিনিটে বার্নলি আবার ব্যবধান বাড়িয়ে নিয়েছে। পাঁচ ম্যাচে এটি ছিল হামজাদের তৃতীয় পরাজয়।
এমন ম্যাচ শেষেই ঝামেলায় জড়ান হামজা। ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত হওয়ায় মাঠে উদযাপন করতে থাকেন বার্নলি সমর্থকরা। তার পরই জন্ম নেয় উত্তেজনার।
ঘটনার প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। কিন্তু যতদূর জানা গেছে, বার্নলির এক সমর্থকের প্ররোচনাতেই উত্তেজিত হয়ে পড়েন হামজা। অবস্থা এতই বেগতিক হয়ে পড়ে হামজাকে তেড়ে যেতেও দেখা যায়। তখন তাকে নিরাপত্তারক্ষীদের সঙ্গেও ধস্তাধস্তি করতে দেখা গেছে। পরে হামজাকে শান্ত করতে বাধ্য করেন তারা। নিয়ে যান টানেলের দিকে।