ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ফুটবলের ভক্ত এই ধর্মীয় নেতার মৃত্যুতে শোক চলছে ফুটবল অঙ্গনে। সোমবার হতে যাওয়ার সিরি আ-র চারটি ম্যাচ স্থগিত করা হয়েছে। অনুশীলন শুরুর আগে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা এক মিনিটের নীরবতা পালন করেছেন। শোক প্রকাশ করেছে লা লিগাও।
এদিন তুরিনোর মাঠে উদিনেসের মুখোমুখি হওয়ার কথা ছিল। সূচিতে ছিল ফিওরেন্তিনা বনাম ক্যাগলিয়ারি, জেনোয়া বনাম লাৎসিও ও জুভেন্টাস-পার্মার ম্যাচ। এই চার ম্যাচ স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বুধবার হবে এই খেলাগুলো।
রিয়াল এক বিবৃতি দিয়েছে, ‘ঐতিহাসিক ও বিশ্ব বরেণ্য এক ব্যক্তিকে হারানোর কারণে ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি রিয়াল মাদ্রিদ গভীর সমবেদনা জানাচ্ছে।’
স্পেন ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা একটি ছবি পোস্ট করেছে, যেখানে স্কোয়াডের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মাঠের ভেতরে গোল হয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করছে।
বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদও লা লিগার সঙ্গে ফ্রান্সিসের মৃত্যুতে তাদের সমবেদনা প্রকাশ করেছে।
আর্জেন্টাইন পোপ ছিলেন বুয়েন্স আয়ার্স ক্লাব সান লরেঞ্জোর পাড় ভক্ত। মানুষের মাঝে শিক্ষা ও শান্তি ছড়িয়ে দেওয়ার বাহন হিসেবে ফুটবলকে দেখতে তিনি। লিওনেল মেসি, ডিয়েগো ম্যারাডোনা ও জ্লাতান ইব্রাহিমোভিচকেও অভ্যর্থনা জানান প্রয়াত ফ্রান্সিস।
প্রায় ১২ বছর পোপের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সিস। দীর্ঘ এক যুগের অনেকটা সময়ই বিভিন্ন অসুখ বিসুখে ভুগেছেন তিনি। তবে সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়ে সদ্য প্রয়াত পোপ। হাসপাতালে প্রায় পাঁচ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে চার্চে ফিরে এসেছিলেন তিনি।