X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

রিয়ালের ঘুরে দাঁড়ানো মানসিকতার প্রশংসা আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ০৯:৪৭আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৪

অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে লা লিগায় শিরোপার আশা এখনও বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর মানসিকতায় শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। 

ম্যাচটা যেভাবে এগুচ্ছিল তাতে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লস ব্লাঙ্কোস। কিন্তু শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে যাওয়া রুখে দেন ফেডেরিকো ভালভারদে। শেষ দিকে যোগ হওয়া সময়ে দলকে তিন পয়েন্ট এনে দেন তিনি। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বরে, সংগ্রহ ৬৯। শীর্ষে থাকা বার্সার চেয়ে পিছিয়ে চার পয়েন্টে। 

ম্যাচের পর শিষ্যদের প্রশংসা করে আনচেলত্তি বলেছেন, ‘ভালভারদেই ছিল মূল কারিগর। কারণ সে গোলটা করেছে। দলও ভালো করেছে। প্রথমার্ধে কিছুটা ধীর গতির ছিলাম আমরা। কিন্তু দ্বিতীয়ার্ধে সব বিভাগে ভালো করেছি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম।’

প্রথমার্ধে সেই ঝলকটা দেখাতে পারেনি রিয়াল। বিরতির পর ভালোভাবে নিজেদের মেলে ধরেছে। মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ছিলেন ফলস নাইনের ভূমিকায়। নিজেদের ব্যর্থতা নিয়ে আনচেলত্তির মন্তব্য, ‘প্রথমার্ধ আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ওদের কাছ থেকে কোনও চাপ বোধ করিনি। কিন্তু দুর্ভাগ্য কোনও সুযোগ তৈরি করতে পারিনি।’

তিনি আরও যোগ করে বলেন, ‘গত বছর ফলস নাইন হিসেবে বেলিংহ্যাম আমাদের বড় সুবিধা এনে দিয়েছিল। প্রথমার্ধে আমরা সেটার ব্যবহার করিনি, দ্বিতীয়ার্ধে করেছি। তার পর সে বহুবার আক্রমণ করে ফিনিশিংয়ের অপেক্ষায় ছিল। গোল তার প্রাপ্য ছিল।’

কোপা দেল রের ফাইনালে বার্সার মুখোমুখি হবে রিয়াল। অনেকেই মনে করছেন, এই ম্যাচের লাইনআপ মূলত ক্লাসিকোর পূর্ব-প্রস্তুতি! আনচেলত্তি অবশ্য সেটা উড়িয়ে দিয়েছেন। তিনি বরং মনে করছেন এই জয় তাদের পরের সপ্তাহের ক্লাসিকোতে মোমেন্টাম পেতে সহায়তা করবে, ‘আমাদের প্রস্তুতির সময় এখনও হাতে আছে। তবে জয়টা আমাদের ভীষণ কাজে দেবে।’ 

/এফআইআর/
সম্পর্কিত
রাফিনহার পেনাল্টিতে রোমাঞ্চকর ম্যাচ জিতলো বার্সা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে: আনচেলত্তি
সর্বশেষ খবর
এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
কুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে ডিম নিক্ষেপ
আন্দোলনে হামলাকুমিল্লায় ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে ডিম নিক্ষেপ
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক