কিং পাওয়ার স্টেডিয়ামে লিস্টার সিটিকে হারিয়ে শিরোপার একেবারে কাছে লিভারপুল। রবিবার বদলি নেমে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড একমাত্র গোল করেন। ১-০ গোলের জয়ে শিরোপা থেকে আর তিন পয়েন্ট দূরে অলরেডরা।
৫ ম্যাচ হাতে রেখে লিভারপুল ১৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। আগামী সপ্তাহে টটেনহাম হটস্পারকে অ্যানফিল্ডে স্বাগত জানাবে আর্নে স্লটের দল। ওই ম্যাচটি জিতলেই ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করে ফেলবে লিভারপুল।
৩৩ ম্যাচে লিভারপুল ৭৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল।
শুরুতেই লিভারপুলের আক্রমণ। তৃতীয় মিনিটে মোহাম্মদ সালাহর নিচু শট পোস্টে লাগে।
সাত মিনিট পর এনদিদির নিচু শট লিভারপুল কিপার আলিসনকে ফাঁকি দিলেও পোস্টে আঘাত করে। ১১তম মিনিটে সালাহর শট একহাতে রুখে দেন লিস্টার কিপার হারমানসেন।
প্রথমার্ধে সোবোসলাই ও গাকপোর প্রচেষ্টা ব্যর্থ করেন স্বাগতিক কিপার। বিরতির পাঁচ মিনিট আগে গোললাইনের সামনে থেকে কোনাতের হেড ফিরিয়ে দেন এনদিদি। তাতে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
৬৬ মিনিটে কডি গোল করলেও লিস্টার উদযাপন করতে পারেনি। গোল বিল্ডআপের সময় ডাকা ফাউল করেন আলিসনকে।
৭১ মিনিটে ব্রাডলির বদলে মাঠে নামেন আলেক্সান্ডার আর্নল্ড। পাঁচ মিনিট পর গোলমুখের সামনে বল পেয়ে বাঁ পায়ের ভলিতে জাল কাঁপান তিনি। জার্সি খুলে গোল উদযাপন করার কারণে হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে।
লিভারপুল এই দিনেই শিরোপা নিশ্চিত করতে পারতো, যদি ইপসউইচ টাউন আর্সেনালকে হারাতো। আগামী বুধবার আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের কাছে হারলে আগামী সপ্তাহে মাঠে নামার আগেই লিভারপুল চ্যাম্পিয়ন হবে।
কোনও গোল না করেই রেকর্ড টানা ৯টি হোম ম্যাচ হেরে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলো লিস্টার। ৩৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে সাবেক চ্যাম্পিয়নরা। মৌসুমের বাকি সময়ে কোনোভাবেই রেলিগেশন থেকে বের হতে পারবে না তারা।