লেগিয়া ওয়ারশের বিপক্ষে বৃহস্পতিবার কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে হারলো চেলসি। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় দুই লেগের অগ্রগামিতায় ৪-২ এ সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা।
স্ট্যামফোর্ড ব্রিজে শক্তিশালী লাইনআপ নিয়েও হেরে যাওয়ায় চেলসির পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। কোচ এনজো মারেসকা কোল পালমার, রিচ জেমস ও জ্যাডন সানচোকে শুরুর একাদশে রাখেন। প্রথম লেগের পর এই ম্যাচেও একাদশে জায়গা ধরে রাখা ফিলিপ জর্গেনসেনের ভুলে পিছিয়ে পড়ে ব্লুরা। প্রতিপক্ষ খেলোয়াড়কে বক্সের মধ্যে ফাউল করেন তিনি। পেনাল্টি থেকে ওয়ারশকে লিড এনে দেন টমাস পেখার্ট।
প্রায় আধঘণ্টা যেতে কুকুরেল্লা চলতি মৌসুমের ষষ্ঠ গোলে চেলসিকে সমতায় ফেরান। আরেকটি গোলও করেছিলেন তিনি, কিন্তু ভিএআরে অফসাইডে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আবার এগিয়ে যায় ওয়ারশ। স্টিভ কাপুয়াদি করেন গোল।
ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল চেলসি। ননি মাদুয়েকের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফিরে আসে। টাইরিক জর্জের শেষ দিকের একটি গোল বাতিল হয় অফসাইডে।
আগামী ১ মে সুইডেনের ক্লাব ডুগার্ডেনের বিপক্ষে সেমিফাইনাল খেলবে চেলসি।