লাল কার্ড দেখার পর লা লিগায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
গত রবিবার আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বেপরোয়া ট্যাকল করেছিলেন ফরাসি তারকা। ম্যাচের ৩৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এই ঘটনায় দেখার ছিল কয় ম্যাচের জন্য তিনি লা লিগায় নিষিদ্ধ হন। বলা যায় অল্পের ওপর দিয়েই পার পাচ্ছেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ফাউলটির ব্যাখ্যায় বলেছে, এমবাপ্পের ঘটনাটা খেলার মাঝে ঘটেছে। এটা সহিংস কোনও আচরণ ছিল না। সহিংস হলে তখন দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হতো।
এই নিষেধাজ্ঞায় লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ অর্থাৎ রবিবার অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে খেলতে পারবেন না এমবাপ্পে।